সম্পর্কের স্বীকৃতি দিয়েছিলেন মাস কয়েক আগেই। আর নেই রাখঢাক, নেই জল্পনাও। প্রেমে রয়েছেন প্রাক্তন টেনিস খেলোয়াড় ও অভিনেত্রী কিম শর্মা। উৎসবের মরসুমে সেই প্রেমই গাঢ় হল আরও। প্রেমিকার গালে চুমু এঁকে দিয়ে লিয়েন্ডার বোঝালেন ‘ভালবাসি’।
ছবি শেয়ার করেছেন কিমই। প্রেমিকের আদরে ভেসে গিয়ে লিখেছেন, “আমাদের কোনও মিসেলটোর প্রয়োজন হয় না”। প্রশ্ন জাগতেই পারে, কী এই মিসেলটো? মিসেলটো আদপে এক পরজীবী উদ্ভিদ। যা মূলত আপেল, ওকে গাছের উপর বাড়তে দেখা যায়। তবে বাইবেল বলছে, এই পরগাছা আদপে ভালবাসা, ভাগ্যের প্রতীক। কিম বুঝিয়ে দিয়েছেন, ভালবাসা ও প্রেমের জন্য কোনও পরগাছার প্রয়োজন নেই তাঁদের। একে অন্যের পাশে থাকাই যথেষ্ট।
২৫ বছর আগে অলিম্পিকে ব্রোঞ্জ পদক লাভল করেছিলেন লিয়েন্ডার। সেলিব্রেট করার মতোই ঘটনা। মাস কয়েক আগে লিয়েন্ডারের পুরনো ছবি ইনস্টা স্টোরিতে শেয়ার করেছিলেন কিম। তিনি লিখেছিলেন, ‘অলিম্পিক মেডেলের ২৫ বছরে অভিনন্দন।’ হ্যাশট্যাগে ‘ফ্লাইং ম্যান’ ব্যবহার করেছিলেন কিম। আর তা দেখেই দর্শকের একাংশ মনে করেছিলেন, হয়তো লিয়েন্ডারকে আদর করে এই নামেই ডাকেন অভিনেত্রী।
এর পরে পরেই গোয়ায় যুগলের ঘনিষ্ঠ ছবি ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। তারপর মুম্বইয়ের রাস্তায় হাতে হাত ধরে হাঁটতে দেখা গিয়েছিল লিয়েন্ডার এবং কিমকে। মুম্বইয়ের বান্দ্রা এলাকায় পোষ্য কুকুরকে নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন কিম। সঙ্গী ছিলেন লিয়েন্ডার। কিমের পরনে ছিল সাদা-গোলাপি ম্যাক্সি ড্রেস। অন্যদিকে সাদা টিশার্ট এবং শর্টসে ক্যাজুয়াল লুকে ছিলেন লিয়েন্ডার। করোনা পরিস্থিতিতে কারও মুখে মাস্ক দেখা যায়নি। এই ছবি ভাইরাল হওয়ার কিছুদিনের মধ্যেই একটি ভিডিয়োতে আবার এই জুটিকে দেখা যায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে। কিম শর্মা ও তাঁর মায়ের সঙ্গে হাসপাতালে ঢুকছিলেন লিয়েন্ডার পেজ। অবশেষে সমস্ত গুঞ্জনকে চুপ করিয়ে দিয়ে গত সেপ্টেম্বরে প্রেমের কথা স্বীকার করে নিয়েছিলেন তাঁরা। সেই প্রেমেরই ঝলক দেখা গেল বড়দিনেও।