বার্থডে গার্ল অভিনেত্রী মধুবনী গোস্বামী। টেবিলে সাজানো সুদৃশ্য কেক। কিন্তু তিনি কেক কাটতে রাজি নন। আবার ভিডিয়ো করতেও রাজি নন। কারণ তাঁর জন্মদিনে সময় মতো এসে উপস্থিত হতে পারেননি স্বামী তথা অভিনেতা রাজা গোস্বামী। ঠিক এ হেন ভিডিয়ো সোশ্যাল ওয়ালে শেয়ার করেছেন দম্পতি।
যখন ভিডিয়ো শুট চলছে, তখনই মধুবনীর পিছনে লুকিয়ে ছিলেন রাজা। আর পুরো পরিকল্পনা মধুবনীর অজানা ছিল না। ভিডিয়োতেই রাজা বলেন, ‘ফেক ভিডিয়ো দেখে উত্তেজিত হবেন না। সবটাই প্ল্যান করা ছিল। এভাবেই শুটিং হয়। আমরা আগেও শট নিয়েছিলাম। তাই কেক একটু কাটাও হয়ে গিয়েছে।’ মধুবনী উত্তেজিত হয়ে বলেন, ‘অডিয়েন্সকে বলে দেওয়াটা প্ল্যানের মধ্যে ছিল না।’ রাজার উত্তর, ‘আমি সব কিছু প্ল্যান করে করি না।’
এ ভাবেই বাড়িতে পরিবারের সঙ্গে জন্মদিন সেলিব্রেশনে মেতে উঠলেন মধুবনী। তারই টুকরো মুহূর্ত সোশ্যাল ওয়ালে অনুরাগীদের সঙ্গেও ভাগ করে নিয়েছেন তিনি। শুটিংয়ের নেপথ্যে ঠিক কী হয়, তারই আন্দাজ দেওয়ার চেষ্টা করেছেন দম্পতি। মধুবনীর জন্মদিনকে উপলক্ষ্য করে তাই তাঁরা এই মজার ভিডিয়ো তৈরি করেছেন। অনুরাগী, আত্মীয়, বন্ধু সকলেই ভার্চুয়ালি মধুবনীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
চলতি বছরের জন্মদিন মধুবনীর কাছে অত্যন্ত স্পেশ্যাল। কারণ কয়েক মাস আগে মা হয়েছেন অভিনেত্রী। ছেলে কেশব এখন তাঁর প্রায়োরিটি। ছেলের সব কাজ একা হাতে সামলান তিনি। কোনও রকম সাহায্যকারীর প্রয়োজন হয়নি তাঁর। ছেলেকে একা সামলানোর সিদ্ধান্ত তিনি এবং তাঁর স্বামী তথা অভিনেতা রাজা গোস্বামী একসঙ্গেই নিয়েছিলেন। আর এ জন্য তিনি গর্বিতও।
কিছুদিন আগে কেশবকে কোলে নিয়ে নিজের একটি ছবি শেয়ার করেছিলেন মধুবনী। ক্যাপশনে লিখেছিলেন, ‘আমি গর্বিত। আমরা কেশবের জন্য কোনও আয়া রাখিনি। এটা রাজা এবং আমি কেশবের জন্মের কয়েক মাস আগে যৌথ ভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম। এর প্রধানত দুটো কারণ। প্রথমত প্যানডেমিক। … দ্বিতীয়ত আমরা আমাদের ছেলেকে আয়ার কাছে রেখে মানুষ করতে চাই না। আমি এখন কাজেও ফিরব না। আমার কাছে টপ প্রায়োরিটি কেশব।’
মধুবনী ব্যখ্যা করেছিলেন, প্যানডেমিক পরিস্থিতির কারণে বাইরের কোনও লোককে তাঁরা কেশবের কাছে যেতে দিচ্ছেন না। তিনি লকডাউনের মতো ২৪ ঘণ্টা ছেলের সঙ্গে রয়েছেন। এমনকি প্যানডেমিক এ ভাবেই চলতে থাকলে তাঁরা উৎসব করে কেশবের অন্নপ্রাশনও করবেন না বলে জানিয়েছেন। কারণ ছেলের সুস্থতা তাঁদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ।
আপাতত কাজে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন মধুবনী। ছেলেকে সামলানোর জন্যই এই সিদ্ধান্ত বলে জানান তিনি। এই সঠিক সিদ্ধান্ত নিতে রাজা তাঁকে সাহায্য করেছেন বলে ধন্যবাদও জানিয়েছিলেন।
আরও পড়ুন, ম্যানিকুইনের মধ্যে প্রাণ রয়েছে, এটা অনুভব করতে হয়েছিল: অভিষেক বন্দ্যোপাধ্যায়