Manali Manisha Dey: ‘দিল খুশ হুয়া…’, কী কারণে এত খুশি মানালি?

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Nov 08, 2021 | 4:14 PM

Manali Manisha Dey: এর আগে লীনা গঙ্গোপাধ্যায়ের লেখনীতে ‘নকশি কাঁথা’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে মানালির অভিনয় দেখেছিলেন দর্শক। সেখানে সুমন দে ছিলেন তাঁর বিপরীতে।

Manali Manisha Dey: ‘দিল খুশ হুয়া...’, কী কারণে এত খুশি মানালি?
মানালি মনীষা দে।

Follow Us

এ যেন এক স্বপ্নপূরণ হল অভিনেত্রী মানালি মনীষা দে-র। একদিে কুমার শানু। অন্যদিকে সোনু নিগম। মাঝে দাঁড়িয়ে অভিনেত্রী। ঠিক এমনই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। ক্যাপশনে লেখা, ‘দিল খুশ হুয়া…’।

এই মুহূর্তে স্টার জলসা চ্যানেলে ধারাবাহিক ‘ধুলোকণা’য় প্রতিদিন মানালির অভিনয় দেখেন দর্শক। সংশ্লিষ্ট চ্যানেলে গানের রিয়ালিটি শো সুপার সিঙ্গার-এ বিচারকের দায়িত্ব সামলান সোনু এবং শানু। ওই শো-এ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানালি। আর সেখানেই এই দুই শিল্পীর সঙ্গে ছবি তোলার সুযোগ পেয়ে আপ্লুত অভিনেত্রী। এ যেন অনেকটা তাঁর ফ্যান গার্ল মোমেন্ট।

সদ্য ভাইফোঁটার দিন শুটিং ফ্লোরে মানালি কাছে ফোঁটা নিতে পৌঁছে গিয়েছিলেন দাদা অর্থাৎ অভিনেতা শুভ্রজিৎ দত্ত। গত কয়েক বছর ধরেই মানালি তাঁর মঙ্গলকামনায় ফোঁটা দেন। ওই দিন মানালি বলেন, ‘প্রতি বছরের মতোই আমি শুটিংয়ে আছি। আর দাদাই বাগবাজার থেকে জোকার নারায়ণী স্টুডিওতে এসেছে পাঁচ মিনিটের জন্য ভাইফোঁটা নিতে। এটা প্রথমবার নয়। এর আগেও দাদাই পাহাড় থেকে বৌদিকে ছেড়ে, মেয়েকে ছেড়ে কলকাতায় ভাইফোঁটা নেবে বলে চলে এসেছিল। কী বলব ঠিক জানি না…। দাদাই ভালবাসে বলেই চলে আসে।’

দিন কয়েক আগে দেখতে দেখতে ১০০ দিন পেরিয়ে গেল ‘ধুলোকণা’। সেলিব্রেশন তো হবেই। কেক কেটে সেলিব্রেট করলেন কলাকুশলীরা। সোশ্যাল মিডিয়ায় সেই কেকের ছবি শেয়ার করেছিলেন মানালি। আবারও ফিরেছে ‘ম্যাজিক’। ফিরছে প্রযোজক-চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায় এবং অভিনেত্রী মানালি দে’র কেমিস্ট্রি। আসলে লীনার লেখা চিত্রনাট্য, তাঁর চরিত্রদের সঙ্গে মিল খুঁজে পান দর্শক। সেই চরিত্ররা যেন বাস্তবের মাটিতেই ছড়িয়ে রয়েছে। সে কারণেই লীনার লেখা প্রায় সব ধারাবাহিকই সাফল্য পায়। ‘ধুলোকণা’ও ব্যতিক্রম নয়। দীর্ঘদিন পরে টেলিভিশনে কামব্যাক করেছেন মানালিও। এ সাফল্যে তাঁর কৃতিত্বও কম নয়। ইন্দ্রাশিস রায়, অনিন্দিতা রায়চৌধুরি, ময়না মুখোপাধ্যায়ের অভিনয়ও প্রশংসিত বিভিন্ন মহলে। বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়কে এই বয়সেও পারফর্ম করতে দেখা দর্শকের কাছে বড় পাওনা।

এর আগে লীনা গঙ্গোপাধ্যায়ের লেখনীতে ‘নকশি কাঁথা’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে মানালির অভিনয় দেখেছিলেন দর্শক। সেখানে সুমন দে ছিলেন তাঁর বিপরীতে। আর এই ধারাবাহিকে রয়েছেন ইন্দ্রাশিস রায়। মানালি-ইন্দ্রাশিসের জুটিকে প্রথম অনস্ক্রিন দেখছেন দর্শক। মানালির অভিনয় গুণে কিছুদিন আগে শুরু হওয়া এই ধারাবাহিক দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে।

আরও পড়ুন, Aryan Khan drug case: আরিয়ান কাণ্ডে শাহরুখের ম্যানেজার পূজা দাদলানিকে তলব

Next Article