‘প্রথমা কাদম্বিনী’র স্মৃতির মুহূর্ত ফিরে দেখল ‘বিনি’

এক বছর ধরে দর্শকের ভালবাসায় এগিয়ে চলেছে ‘প্রথমা কাদম্বিনী’। চিত্রনাট্য অনুযায়ী, এখন কাদম্বিনীর জীবনের গল্প অনেকটাই এগিয়ে গিয়েছে। পুরনো দিনের ফেলে আসা স্মৃতি ঝালিয়ে নিল ছোট্ট বিনি।

‘প্রথমা কাদম্বিনী’র স্মৃতির মুহূর্ত ফিরে দেখল ‘বিনি’
ছুঁয়ে দেখা পুরনো মুহূর্ত। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
Follow Us:
| Updated on: Feb 21, 2021 | 6:48 PM

মেঘান চক্রবর্তী। না! এই নামে হয়তো তাকে আপনি চিনবেন না। কারণ এই একরত্তিকে তো ‘বিনি’ নামে চেনেন আপনি। সৌজন্যে জনপ্রিয় ধারাবাহিক ‘প্রথমা কাদম্বিনী’। এক বছর আগে শুরু হওয়া এই ধারাবাহিকে কাদম্বিনীর ছোট বয়সের চরিত্রে মেঘানকেই দেখেছেন দর্শক। চিনেছেন ‘বিনি’ নামেই।

এক বছর ধরে দর্শকের ভালবাসায় এগিয়ে চলেছে ‘প্রথমা কাদম্বিনী’। চিত্রনাট্য অনুযায়ী, এখন কাদম্বিনীর জীবনের গল্প অনেকটাই এগিয়ে গিয়েছে। মুখ্য চরিত্রে সোলাঙ্কি রায়কে দেখছেন দর্শক। কিন্তু পুরনো দিনের ফেলে আসা স্মৃতি ঝালিয়ে নিল ছোট্ট বিনি। সকলের সঙ্গে দেখা করতে সে পৌঁছে গিয়েছিল ভারতলক্ষ্মী স্টুডিওতে। আর সেই অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছে ছোট্ট মেঘান।

বিদীপ্তা চক্রবর্তী, সোলাঙ্কি রায়, হানি বাফনা, শ্রীতমা ভট্টাচার্য, পায়েল দে-র মতো শিল্পীদের সঙ্গে ফ্রেম ভাগ করে নিয়েছে মেঘান। সে লিখেছে, “ঠিক এক বছর আগে ছোট্ট বিনির হাত ধরে প্রথমা কাদম্বিন-র পথচলা শুরু। ছোট্ট বিনির চরিত্রে আমাকে এতটা ভালোবাসার জন্য আমি আপ্লুত। আজ লোকেশনে গিয়ে প্রত্যেকটি মুহুর্ত চোখের সামনে ভেসে উঠল। সকলের এত ভালবাসায় দিনটা স্মরণীয় হয়ে থাকবে। তোমাদের থেকে কত কিছু শিখেছি, তোমাদের সবাইকে ধন্যবাদ।”

আরও পড়ুন, ‘হ্যাপি বার্থ ডে’, রাজকে শুভেচ্ছা জানাল ইউভানও!