Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mika Singh: অর্থ-যশ দেখে কোনও মেয়ে বিয়ে করতে এলে কী করবেন মিকা? বললেন…

Mika Singh: ৪৫ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিকা সিং। ফিরছে একদা জনপ্রিয় রিয়ালিটি শো 'স্বয়ম্বর'।

Mika Singh: অর্থ-যশ দেখে কোনও মেয়ে বিয়ে করতে এলে কী করবেন মিকা? বললেন...
৪৫ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিকা সিং।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 12, 2022 | 9:44 AM

৪৫ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিকা সিং। ফিরছে একদা জনপ্রিয় রিয়ালিটি শো ‘স্বয়ম্বর’। আর ওই শো’য়েই পাত্র মিকা। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। মিকার জন্য আইবুড়ো ভাতেরও ব্যবস্থা করেছেন ইন্ডাস্ট্রিতে তাঁর কাছের মানুষ কপিল শর্মাসহ অন্যান্য। মিকাকে বিয়ে করার জন্য আবেদনও আসচজে গোটা দেশ জুড়েই। মিকা পরিচিত নাম। অর্থ ও যশ দুইই রয়েছে তাঁর কাছে। এ হেন মিকাকে যদি কোনও টাকা-পয়সা দেখে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করে তবে কী করবেন তিনি? গায়কের উত্তর রীতিমতো চমকে দেবে।

মিকা সাফ জানিয়েছেন, কোনও মেয়ে যদি তাঁর নামের কারণে তাঁকে বিয়ে করতে আসে তাতে গায়কের বিন্দুমাত্র আপত্তি নেই। সব মেয়ে জেনেই আসছে মিকার পরিচিতি। তাঁদের মধ্যে কেউ যদি মিকার নাম ও খ্যাতির দুনিয়ায় পা রাখতে চায় তবে গায়কের অসুবিধে নেই। তিনি যোগ করেন, সব বাবা-মা’ই চান তাঁর সন্তান এমন একজনের সঙ্গে সংসার করুক যে প্রতিষ্ঠিত। স্ট্রাগলারের সঙ্গে ঘর করতে কেই বা চায়? মিকা আরও জানিয়েছেন, প্রয়োজনে পাত্রীর বাবা-মা’র দায়িত্ব নিতেও তিনি একেবারেই রাজি।

রাখি সাওয়ান্ত, রাহুল মহাজন, মল্লিকা শেরাওয়াত, রতন রাজপুত, শেহনাজ গিল প্রমুখকে এভাবেই স্বয়ম্বরের মাধ্যমে নিজেদের জীবনসঙ্গী খুঁজতে দেখা গিয়েছিল। এবার একই ভাবে মিকাও চললেন। কে হবেন তাঁর মনের মানুষ, সে তো সময়ই বলবে। প্রসঙ্গত, এর আগে যাঁরা যাঁরা এই শোতে অংশ নিয়েছেন, কারও বিয়েই টেকেনি, বা বিয়ে শেষ পর্যন্ত করেননি। শোনা যাচ্ছে মিকাও শো-তে বিয়ে করবেন না, শুধু আংটি বদল হবে। ঘটা করে স্বয়ম্বর করে অবশেষে মিকা সিং-ও আংটি বদল করেই থেকে যাবেন, না কি শেষ পর্যন্ত তিনি বিয়ের পিঁড়িতে বসেন সেটাই দেখার অপেক্ষা।