বিয়ের পর কাজে ফিরলেন অভিনেত্রী মিমি দত্ত। জি বাংলা অরিজিনালসের জন্য একটি ছবির শুটিং শেষ করলেন তিনি। ‘আমি তুমি ও মালতী’ নামের এই ছবি পরিচালনা করলেন অভিমন্যু মুখোপাধ্যায়। শুটিং শেষ করেই সোশ্যাল ওয়ালে মিমি ধন্যবাদ জানিয়েছেন গোটা টিমকে।
মিমি ছাড়াও ফারহান ইমরোজ এবং শ্রীতমা ভট্টাচার্য এই ছবির মুখ্য দুটি চরিত্রে অভিনয় করেছেন। অনেকদিন ধরেই এই ছবির কথা হয়েছিল। কিন্তু লকডাউনের কারণে শুটিং শুরু করা সম্ভব হয়নি। লকডাউন শিথিল হতেই শুটিং শুরু করেছেন কলাকুশলীরা। প্রতিটি স্তরে করোনা স্বাস্থ্যবিধি কড়া ভাবে মেনে শুটিং করা হয়েছে বলে খবর।
এর আগে TV9 বাংলাকে মিমি জানান, একটি ধারাবাহিকের অফারও ছিল তাঁর কাছে। কিন্তু ডেটের সমস্যার জন্য হয়তো সে ধারাবাহিকে কাজ করা সম্ভব হবে না। এতদিন পরে কাজে ফিরতে পেরে খুশি মিমি। তার উপর এই ছবিতে একেবারে অন্যরকম চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ে করেছেন ওম এবং মিমি। করোনা আতঙ্ক তখনও ছিল। সে কারণে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেও তা ফলপ্রসূ হয়নি। তারপরই লকডাউন। তাই বাড়িতেই একে অপরের সঙ্গে সময় কাটিয়েছেন দম্পতি।
TV9 বাংলাকে মিমি বলেন, “অনেকটা সময় পরিবারের সকলে মিলে একসঙ্গে কাটাচ্ছি। ব্যস্ত থাকাকালীন তো পরিবারের সঙ্গে সময় কাটানো হয় না। আমি আর ওম একসঙ্গে রান্না করছি কখনও। সিনেমা দেখছি, ফটোশুট করছি। আমার পার্সোনাল ফটোগ্রাফার ওম। তবে বেড়াতে যাওয়ার প্ল্যান এখনই করছি না। আগের বার তো প্ল্যান করেও হল না। পুজোর আগে বা পরে পরিস্থিতি ভাল থাকলে, বাড়ির সব ঠিক থাকলে বেড়াতে যাব।”
আরও পড়ুন, ফতিমার সঙ্গে সম্পর্কের জেরে আমিরের বিচ্ছেদ? ট্রোলের শিকার নায়িকা