বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে ফের খুশির খবর। একের পর এক মা হওয়ার সুখবর দিচ্ছেন অভিনেত্রীরা। এ বার মা হলেন অভিনেত্রী মীনাক্ষী ঘোষ। ‘ফিরকি’, ‘সাঁঝের বাতি’র মতো ধারাবাহিকে তাঁর অভিনয় দেখেছেন দর্শক।
ফেসবুকে মীনাক্ষী মা হওয়ার খবর ঘোষণা করেছেন। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। মা এবং সন্তান দুজনেই ভাল আছে বলে জানা গিয়েছে। কিছুদিন আগেই সাধের ছবি সোশ্যাল ওয়ালে শেয়ার করেছিলেন তিনি। সে সময়ই তাঁকে শুভেচ্ছা জানাতে শুরু করে দেন অনুরাগীরা। আর এ দিন সুখবর পাওয়ার পর মীনাক্ষীর সোশ্যাল ওয়ালে শুধুই শুভেচ্ছা বার্তা। সকলের আশীর্বাদ প্রার্থনা করেছেন অভিনেত্রী।
‘ফিরকি’ ধারাবাহিকে ‘ফিরকি’র মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সন্তানসম্ভবা হওয়ার পর থেকে ধীরে ধীরে কাজ কমিয়ে দেন তিনি। গোটা লকডাউন পর্ব বাড়িতেই ছিলেন। শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতার দিকেও কড়া নজর দিয়েছিলেন তিনি। এই খবরে খুশি তাঁর প্রিয়জনেরা। আপাতত প্রায়োরিটি সন্তান। ফলে আগামী কয়েক মাস ছেলেকে সময় দেবেন তিনি। ছেলের বড় হয়ে ওঠা প্রত্যক্ষ করতে চান মীনাক্ষী। কিছুদিন পরে ফের ফ্লোরে ফিরবেন বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন। তবে ঠিক কবে থেকে ফের কাজ শুরু করবেন, তা এখনও নিশ্চিত নয়।
আরও পড়ুন, মুস্তাফার সঙ্গে বিয়ে অবৈধ? সত্যিটা প্রকাশ করলেন প্রিয়মণি