Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মুস্তাফার সঙ্গে বিয়ে অবৈধ? সত্যিটা প্রকাশ করলেন প্রিয়মণি

Priyamani: আয়েশার এই অভিযোগ প্রকাশ্যে আসার পর মুস্তাফা সাংবাদিকদের জানান, তিনি দুই সন্তানের সব খরচ চালান। আয়েশা তাঁর কাছ থেকে আরও টাকা আদায়ের লক্ষ্য নিয়েই নাকি এই সব অভিযোগ করছেন। এ তাঁর উপর মানসিক চাপ সৃষ্টি করা ছাড়া আর কিছু নয়।

মুস্তাফার সঙ্গে বিয়ে অবৈধ? সত্যিটা প্রকাশ করলেন প্রিয়মণি
মুস্তাফা এবং প্রিয়মণি।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 23, 2021 | 9:11 PM

মুস্তাফা রাজের সঙ্গে প্রিয়মণির বিয়ে নাকি অবৈধ। দিন দুয়েক আগে এমন অভিযোগ প্রকাশ্যে এনেছিলেন মুস্তাফার প্রথমা স্ত্রী আয়েশা। এ বার সেই অভিযোগকে উড়িয়ে দিলেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজের অভিনেত্রী। স্বামী মুস্তাফার সঙ্গে তাঁর সম্পর্ককে নিরাপদ বলে ব্যখ্যা করলেন প্রিয়মণি।

আয়েশার অভিযোগের পর এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রিয়মণি বলেন, “কথোপকথনই আসল। এখনও পর্যন্ত আমার এবং মুস্তাফার সম্পর্ক অত্যন্ত নিরাপদ। ও এখন আমেরিকাতে রয়েছে। ওখানে ও কাজ করে। যত ব্যস্ততাই থাকুক আমরা প্রতিদিন একে অপরের সঙ্গে কথা বলার চেষ্টা করি। ও কাজে ব্যস্ত থাকলে পরে ফোন করে নেয় বা টেক্সট করে। উল্টোটাও হয়। অন্তত ‘তুমি ঠিক আছো তো?’ এই প্রশ্নটা আমরা একে অপরকে করি।”

মুস্তাফার সঙ্গে প্রিয়মণির বিয়ে নাকি বৈধ নয়। সম্প্রতি এই গুরুতর অভিযোগ করেছেন মুস্তাফার প্রথমা স্ত্রী আয়েশা। তাঁর দাবি, এখনও পর্যন্ত মুস্তাফার সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদ হয়নি। ফলে তাঁরা আইনত এখন বিবাহিত। সূত্রের খবর, ২০১৩ থেকে মুস্তাফা এবং আয়েশা আলাদা থাকতে শুরু করেন। ২০১৭-এ বিয়ে করেন মুস্তাফা এবং প্রিয়মণি। মুস্তাফা এবং আয়েশার দুটি সন্তান রয়েছে।

আয়েশার এই অভিযোগ প্রকাশ্যে আসার পর মুস্তাফা সাংবাদিকদের জানান, তিনি দুই সন্তানের সব খরচ চালান। আয়েশা তাঁর কাছ থেকে আরও টাকা আদায়ের লক্ষ্য নিয়েই নাকি এই সব অভিযোগ করছেন। এ তাঁর উপর মানসিক চাপ সৃষ্টি করা ছাড়া আর কিছু নয়।

সংবাদমাধ্যমে মুস্তাফা বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা মিথ্যে। সন্তানদের দেখভালের জন্য আয়েশাকে নিয়মিত টাকা দিই। ওর আমার থেকে আরও টাকার দরকার। চাপ দিয়ে সেটা করার জন্যই এ সব বলছে।”

এ দিকে আয়েশা সাংবাদিকদের বলেন, “মুস্তাফা এখনও আমার সঙ্গে বিবাহিত সম্পর্কে রয়েছে। সে জন্যই প্রিয়মণির সঙ্গে ওর বিয়ে বৈধ নয়। ও যখন প্রিয়মণিকে বিয়ে করেছে, তখন আমরা কোনও ডিভোর্স ফাইল করিনি। আদালতে ও নিজেকে ব্যাচেলার বলে দাবি করেছিল।” এত বছর পরে এই অভিযোগ করলেন কেন? এ প্রশ্নের উত্তরে আয়েশা বলেন, “দুই সন্তানের মা হিসেবে আমি আর কী করতাম? যে কেউ সৌহার্দ্যপূর্ণ ভাবে সমাধান করতে চাইবে। আমিও তাই চেয়েছিলাম। কিন্তু যখন সেটা হল না, কিছু পদক্ষেপ তো নিতেই হবে।”

আরও পড়ুন, পর্ন কাণ্ডে শিল্পার বয়ান রেকর্ড, ‘হাঙ্গামা ২’ দেখার অনুরোধ অভিনেত্রীর