Soumitrisha Kundu: এবার কি শ্রীকৃষ্ণের ভূমিকায় সৌমিতৃষা! ছবি শেয়ার করলেন পর্দার মিঠাই

Mithai: জনপ্রিয় ধারাবাহিকের অভিনেত্রীকে এই রূপে দেখে এক কথায় সকলেই মন বেশ ভাল হয়ে গেল।

Soumitrisha Kundu: এবার কি শ্রীকৃষ্ণের ভূমিকায় সৌমিতৃষা! ছবি শেয়ার করলেন পর্দার মিঠাই
Follow Us:
| Edited By: | Updated on: Feb 25, 2023 | 2:38 PM

হাতে বাঁশি নিয়ে স্নিগ্ধ লুকে ধরা দিলেন পর্দার মিঠাই। জনপ্রিয় ধারাবাহিকের অভিনেত্রীকে এই রূপে দেখে এক কথায় সকলেই মন বেশ ভাল হয়ে গেল। কমেন্ট বক্সে কেবলই প্রশংসার ঝড়। পর্দার চরিত্র মিঠাই রানি তো বারে বারে তার গোপালকে নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। তবে কি এবার সেই অভিনেত্রী শ্রীকৃষ্ণ সাধনায়! হ্যাঁ, এটাই সত্যি, বাস্তব জীবনেও তিনি গোপাল ভক্ত। শ্রীকৃষ্ণকেই তাই দর্শক করতে ছুটলেন নিজের জন্মদিনে। কোনও নতুন ধারাবাহিক নয়। জন্মদিনের ছুটিতে খানিকটা সময় করে মিয়ে সৌমিতৃষা এখন পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বৃন্দাবনে। সোখান থেকেই একাধিক ছবি শেয়ার করে নিলেন সোশ্যাল মিডিয়ায়।

বরাবরই সোশ্যাল মিডিয়া. সক্রিয় সৌমিতৃষা। তাঁর প্রতিটা লুকই ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। তবে জন্মদিনের সেলিব্রেশন যে শুরু হয়ে গিয়েছিল তার হদিশও মেলে এই সোশ্যাল মিডিয়া থেকেই। কেক কাটার ছবিও পড়ে চোখে। তবে তিনি নিজের জন্মদিনে তেমন কোনও পার্টি সেলিব্রেশন প্ল্যান না করে পরিবারকে নিয়ে পাড়ি দিলেন বৃন্দাবনে। সেখানে গিয়েই শ্রীকৃষ্ণ দর্শক করলেন অভিনেত্রী।

কপালে তিলক টেকে হাতে বাঁশি নিয়ে বৃন্দাবনে একাধিক ছবিও তুলেছেন তিনি। যা বর্তমানে ভক্তদের হাতে হাতে ভাইরাল। পুরো ট্রিপের একটি কোলাজও শেয়ার করেন তিনি। গলায় মালা পড়ে এ যেন এক অন্য লুকে মিঠাই। দর্শকেরা প্রশংসায় ভরিয়ে তোলেন কমেন্ট বক্স। পর্দার মিঠাই যে বাস্তবেও বিশেষ দিনে শ্রীকৃষ্ণের কাছেই গিয়েছেন, তা দেখে মুগ্ধ মিঠাই ভক্তরা। সম্প্রতি মিঠাই ধারাবাহিকের টিআরপিও বেড়ে গিয়েছে মিঠাই ফেরত আসায়। মিঠি ও মিঠাইয়ের ডবল রোলে আবারও কি ভাগ্য ফিরবে এই ধারাবাহিকের তাই এখন দেখার।