এই খুদে একজন পরিচিত অভিনেতা, চিনতে পারছেন?

Neel Bhattacharya: আপনার জন্য প্রথম ক্লু, ইনি একজন অভিনেতা। আরও সহজ করে দেওয়ার জন্য, দ্বিতীয় ক্লু। ইনি বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ।

এই খুদে একজন পরিচিত অভিনেতা, চিনতে পারছেন?
কে ইনি? ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

| Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Jun 30, 2021 | 4:12 PM

ক্যামেরার দিকে সোজা তাকিয়ে বসে রয়েছে খুদে। সামনে খাবার। হাতে এবং মুখে লেগে রয়েছে খাবারের অংশ। বোঝা যাচ্ছে, সদ্য খাওয়া শেষ করেছেন সে। এ হেন খুদে আপনার পরিচিত। চিনতে পারছেন?

আপনার জন্য প্রথম ক্লু, ইনি একজন অভিনেতা। আরও সহজ করে দেওয়ার জন্য, দ্বিতীয় ক্লু। ইনি বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ। যাঁরা নিয়মিত বাংলা ধারাবাহিক দেখেন, তাঁদের অধিকাংশ এই অভিনেতাকে প্রতিদিন দেখেন টিভির পর্দায়। এ বার বুঝতে পারছেন, ইনি কে?

ইনি অভিনেতা নীল ভট্টাচার্য। অর্থাৎ জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’র নিখিল। সোশ্যাল মিডিয়ায় নিজের ছোটবেলার এই ছবি শেয়ার করেছেন অভিনেতা। নীল লিখেছেন, ‘উইনার উইনার চিকেন ডিনার’।

লকডাউনে বেশ কিছুদিন বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে ধারাবাহিকের শুটিং। লকডাউনের সময় শুট ফ্রম হোম করছিলেন ‘কৃষ্ণকলি’র শিল্পীরা। সে সময় নীল জানিয়েছিলেন, বাড়ি থেকে শুটিং করতে তাঁকে সাহায্য করছেন স্ত্রী তথা অভিনেত্রী তৃণা সাহা। বাড়িতে ডিওপির কাজ নাকি সামলে দিতেন তৃণাই। ফের ফ্লোরে ফিরেছেন নিখিল। আবার পুরনো মেজাজে চেনা টিমের সঙ্গে শুরু হয়েছে শুটিং।

আরও পড়ুন, ১০০ দিন পরে সৃজিতের কাছে ফিরলেন মিথিলা-আয়রা