Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

১০০ দিন পরে সৃজিতের কাছে ফিরলেন মিথিলা-আয়রা

Srijit Mithila: তিন মাসের কিছু বেশি সময় আয়রাকে নিয়ে বাংলাদেশে ছিলেন মিথিলা। বুধবার সকালেই ভারতে এলেন। এলেন কলকাতার বাড়িতে।

১০০ দিন পরে সৃজিতের কাছে ফিরলেন মিথিলা-আয়রা
সপরিবার। ছবি: ফেসবুক তেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 30, 2021 | 3:12 PM

প্রথম ছবি- ট্রলির উপর অনেকগুলো ব্যাগ। তার মাঝে বসে মেয়ে। আর ঝুঁকে পড়ে মেয়ের সঙ্গে গল্প করছেন বাবা। দ্বিতীয় ছবি- বাবার কোলে মেয়ে। অনেকদিন পরে দেখা হয়েছে দু’জনের। এতদিনের জমে থাকা খোশগল্প চলছে। এই দুটো ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রাফিয়াত রশিদ মিথিলা।

মিথিলার শেয়ার করা ছবি। অর্থাৎ বুঝতে অসুবিধে হওয়ার কথা নয়, মেয়েটি আয়রা। আর বাবা অর্থাৎ সৃজিত মুখোপাধ্যায়। ১০০ দিন পরে দেখা হল বাবা-মেয়ের। সেই আনন্দের মুহূর্ত ফ্রেমবন্দি করেছেন মা, মিথিলা।

তিন মাসের কিছু বেশি সময় আয়রাকে নিয়ে বাংলাদেশে ছিলেন মিথিলা। বুধবার সকালেই ভারতে এলেন। এলেন কলকাতার বাড়িতে। এতদিন পরে সৃজিতকে কাছে মেয়ে খুশি আয়রাও। আসলে সৃজিতের সঙ্গে আয়রার সম্পর্ক বন্ধুত্বের। ঠিক যেন প্রিয় বন্ধুকে কাছে পেল আয়রা।

মিথিলা-আয়রার কলকাতায় ফেরার ছবি শেয়ার করেছেন সৃজিতও। গাড়িতে মাঝে বসে আয়রা। দুপাশে তিনি এবং মিথিলা। এই ছবির ক্যাপশনে সৃজিত লিখেছেন, ‘দ্য মিথিলা রাজ বায়োপিক’। এতে রয়েছে সূক্ষ্ম রসবোধ। সৃজিত এখন মিতালি রাজের বায়োপিক ‘সাবাস মিঠু’-র পরিচালনা নিয়ে ব্যস্ত। সেই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তাপসী পান্নু। তারই সূত্র ধরে মিথিলার ছবিতে ‘মিথিলা রাজ’-এর উল্লেখ বলে মনে করছেন অনুরাগীরা।

আয়রাকে নিয়ে লকডাউনের আগে থেকেই বাংলাদেশে ছিলেন মিথিলা। বাংলাদেশে থাকলে বেশ কিছুটা সময় আয়রা তার বাবা অর্থাৎ তাহসান খানের সঙ্গেও সময় কাটায়। বিবাহ বিচ্ছেদের পরও মিথিলা এবং তাহসান নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Srijit Mukherji (@srijitmukherji)

দিন কয়েক আগে একত্রে একটি পেশাদার কাজ করায় ট্রোলিংয়ের মুখে পড়তে হয় তাহসান-মিথিলাকে। মিথিলা সে সময় জানান, প্রাপ্তবয়স্ক দুজন মানুষ একসঙ্গে কাজ করতেই পারেন। বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে মানে কখনও একসঙ্গে কাজ করা যাবে না, তা নয়। পাশাপাশি তিনি এবং তাহসান আয়রার বাবা, মা। তাই মেয়ের কথা ভেবেও তাঁরা নিজেদের সম্পর্ক তিক্ত করতে চান না। বরং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখলে তবেই আয়রাকে সুস্থ শৈশব দেওয়া যাবে বলে মনে করেন মিথিলা।

বাংলাদেশে থাকলে আয়রা কখনও মায়ের কাছে, কখনও বা বাবার কাছে থাকে। এ নিয়ে তাঁদের পরিবারে কোনও সমস্যা নেই। কিন্তু ব্যক্তিজীবনে ট্রোলিংয়ের শিকার যাতে না হতে হয়, তার অন্যতম পদক্ষেপ হিসেবে তাঁদের সোশ্যাল মিডিয়ার পোস্টে এখন আর সকলের কমেন্ট করার অধিকার নেই।

আরও পড়ুন, Dilip Kumar: শ্বাসের সমস্যা নিয়ে ফের হাসপাতালে দিলীপ কুমার, রয়েছেন আইসিইউতে