AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ushasie Chakraborty : নতুন যাত্রা শুরু ‘জুন আন্টি’ ঊষসীর

শুধুমাত্র জুন হিসাবে দর্শকদের কাছে নিজেকে সীমাবদ্ধ রাখতে চাইছেন না অভিনেত্রী। একদম নতুনভাবে নিজেকে দর্শকদের সামনে উপস্থাপিত করতে চান।

Ushasie Chakraborty : নতুন যাত্রা শুরু ‘জুন আন্টি’ ঊষসীর
ঊষসী চক্রবর্তী
| Edited By: | Updated on: Jul 24, 2021 | 10:09 PM
Share

‘মাসি, ও মাসি’ জুন আন্টির এই সংলাপ কি ভোলার ! শেষ কয়েক বছরে জুন গুহ চরিত্রের মাধ্যমে দর্শকদের মনে এক অন্য জায়গা করে নিয়েছেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। তবে আর শুধুমাত্র জুন হিসাবে দর্শকদের কাছে নিজেকে সীমাবদ্ধ রাখতে চাইছেন না অভিনেত্রী। একদম নতুনভাবে নিজেকে দর্শকদের সামনে উপস্থাপিত করতে চান। আর এই ভাবনা থেকেই শুরু করলেন আরও এক নতুন পথ চলা। ইউটিউবে নিজের চ্যানেল লঞ্চ করলেন ঊষসী।

তার ভক্তরা ইতিমধ্যেই জানেন ঊষসী ভীষণই ভাল একজন গায়িকা। সোশ্যাল মিডিয়ায় তাঁর গাওয়া রবীন্দ্রসঙ্গীত বেশ জনপ্রিয় দর্শক মহলে। প্রিয় গায়ক কবীর সুমনের গান দিয়েই শুরু এই নতুন যাত্রা। এ যাবৎ কালে অভিনেতা অভিনেত্রীদের ইউটিউব চ্যানেল খুব একটা নতুন কিছু নয়। অভিনয়ের পাশাপাশি এ এক ভাল ব্যবসা হিসাবে দেখছেন অভিনেত্রী? TV9 বাংলার তরফ প্রশ্ন করা হলে, ঊষসী জানান, “না কখনই আমি ব্যবসা করব বলে এই চ্যানেলটি শুরু করিনি। আমি বরাবরই গান গাইতে ভালবাসি। যোগা নিয়েও চর্চা করি। নিজের দক্ষতা গুলিকে সকলের সামনে তুলে ধরার জন্য এটি সঠিক প্ল্যাটফর্ম বলে আমার মনে হল। আর সেই ভাবনা থেকেই এই সিদ্ধান্ত।”

 

শুধু অভিনয় নয়, এর আগেও ঊষসীকে বিভিন্ন সমাজসেবা মূলক কাজের জন্য এগিয়ে আসতে দেখা গিয়েছে। প্যানডেমিকের সময় দুঃস্থদের বিনামূল্যে খাবার বিতরণ থেকে রেড ভলেন্টিয়ার্সের সঙ্গে হাতে হাত মেলানো। আর অন্যদিকে জুন আন্টির ছল চাতুরি তো রয়েছেই। তবে এ সবের মাঝেই উষসীর এই নতুন পথ চলা কতটা প্রভাব ফেলবে দর্শক মনে, এখন সেটাই দেখার।

 

আরও পড়ুন:হেমন্তদাকে দেখতে যাব, বলেছিলেন উত্তমকাকু, কিন্তু ওঁর আর আসা হল কই: মৌসুমী চট্টোপাধ্যায়