Nora Fatehi: এই জনপ্রিয় গায়কের সঙ্গে গোয়ায় একান্তে নোরা ফতেহি, বলিউডে নতুন প্রেম?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Dec 11, 2021 | 8:05 PM

বলিউডে পা রাখার পর নোরা সম্পর্কে ছিলেন নেহা ধুপিয়ার স্বামী অঙ্গদ বেদীর সঙ্গে। যদিও তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। অঙ্গদ বিয়ে করেন নেহাকে। মাস কয়েক আগে তাঁর জাম জড়িয়েছে কোরিওগ্রাফার টেরেন্স লুইসের সঙ্গে।

Nora Fatehi: এই জনপ্রিয় গায়কের সঙ্গে গোয়ায় একান্তে নোরা ফতেহি, বলিউডে নতুন প্রেম?
বলিউডে নতুন প্রেম?

Follow Us

ভিক্যাটের বিয়ে নিয়ে উত্তাল বলিপাড়া। বলিউড পেয়েছে নতুন সেলেব জুটিকে। ভিকি-ক্যাটরিনার পর আবারও কি বলিউড পেতে চলেছে এক নতুন কাপল? নেটিজেনদের একটা বড় অংশ মনে করছেন তেমনটাই। নৃত্যশিল্পী-অভিনেত্রী নোরা ফতেহির একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিটি গোয়ার। তবে ছবিতে নোরা একা নেই। তাঁর পাশেই দেখা যাচ্ছে এক জনপ্রিয় গায়ককে। তিনি গুরু রানধাওয়া।

নোরার দুটি ছবি ভাইরাল হয়েছে। প্রথম ছবিতে দেখা যাচ্ছে নোরা কথা বলছেন। তাঁর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন গুরু। অপর ছবিতে দেখা যাচ্ছে হাসি হাসি মুখে নোরাকে কিছু বোঝাচ্ছে গুরু। বিচের ধারে দুজনেরই খালি পা, বিচওয়ার। দুজনের কেমিস্ট্রি উস্কে দিচ্ছে প্রেমের গুঞ্জন। তবে গুরুর ইনস্টা বলছে, এই মুহূর্তে তিনি রিয়াধে। সলমন খানের সঙ্গে এক কনসার্টে গিয়েছেন। যদি তাই হয়, তবে ছবিগুলো যে পুরনো সে বিষয়ে সন্দেহ নেই। ভাইরাল ছবির মন্তব্য বক্সেও ছড়িয়ে পড়েছে একের পর এক কমেন্ট। কেউ লিখেছেন, “মিউজিক ভিডিয়ো শুটের আলোচনা চলছে হয়তো।” আবার কারও বক্তব্য, “কেমিস্ট্রি দেখে মনে হচ্ছে, ব্যাপার রয়েছে।” নোরা বা গুরু– কেউই যদিও এ নিয়ে মুখ খোলেননি।

এর আগে গুরুর সঙ্গে মিউজিক ভিডিয়োতে দেখা গিয়েছে নোরাকে। তাঁদের ভিডিয়ো সুপারহিট হয়েছিল। বলিউডে পা রাখার পর নোরা সম্পর্কে ছিলেন নেহা ধুপিয়ার স্বামী অঙ্গদ বেদীর সঙ্গে। যদিও তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। অঙ্গদ বিয়ে করেন নেহাকে। মাস কয়েক আগে তাঁর জাম জড়িয়েছে কোরিওগ্রাফার টেরেন্স লুইসের সঙ্গে। যদিও নোরা তা নিয়ে কখনওই কিছু বলেননি। আগের কোনও গুঞ্জনের শিলমোহর না দিলেও গুরুর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন নিয়ে অভিনেত্রীর কী প্রতিক্রিয়া তা জানতেই মুখিয়ে আছেন তাঁর ভক্তরা।

আরও পড়ুন- Kim Kardashian: স্ত্রীর কাছে ফিরতে মরিয়া কানইয়ে, স্বামীকে দ্বিতীয় বার সুযোগ দেবেন কিম?

Next Article