Pathaan Controversy: ‘পরবর্তীতে এদের পোশাক ছাড়াই সামনে আনবেন’, ‘বেশরম’ দীপিকাকে দেখে মেজাজ হারালেন শক্তিমান

Bollywood Controversy: অভিনেতা প্রকাশ্যে প্রশ্ন তুলে জানান, ধর্মীর বিষয় নিয়ে তাঁর কিছু বলার নেই, তবে বলিউডে যে সমস্যাটা প্রকট হয়ে উঠছে তা হল অশ্লীলতা।

Pathaan Controversy: 'পরবর্তীতে এদের পোশাক ছাড়াই সামনে আনবেন', 'বেশরম' দীপিকাকে দেখে মেজাজ হারালেন শক্তিমান
Follow Us:
| Edited By: | Updated on: Dec 17, 2022 | 7:50 AM

চলতি বছরে সর্বাধিক বি-টাউনের চর্চিত ছবির নামই হল পাঠান (Pathaan)। ছবির খবর সামনে আসতেই শাহরুখ খানের (Shah Rukh Khan) ভক্তদের কাউন্ট-ডাউন শুরু হয়ে যায়। বছর ঘুরলেই মুক্তি পাবে এই ছবি। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া পাটানের প্রতিটা খবর ঘিরে বর্তমানে চর্চা তুঙ্গে। প্রথম লুক থেকে শুরু করে ছবির ট্রেলার, মুক্তির পর থেকেই তা নেটপাড়ায় সকলের নজর কাড়ে। যদিও বলিউড ট্রেন্ড বজায় রেখে একবারও বয়কটের ডাক (Bollywood Boycott) উঠতে দেখা যায়ননি পাঠানকে কেন্দ্র করে। তা লক্ষ্য করেই একপ্রকার খান ভক্তদের সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করতে দেখা যায়, যে শাহরুখ খানের ছবির বয়কট হতে পারে, তবে শাহরুখ খান বয়কট কখনই হতে পারেন না। ফলে বিতর্ক থেকে দূরে থাকা ছবি নিয়ে আশা বাড়ছিল খানভক্তদের। এবার সেখানেই ঘটল ছন্দপতন। ছবির প্রথম গান মুক্তি পাওয়ার পর থেকেই তা নেটদুনিয়ায় হয়ে ওঠে ভাইরাল। বেশরম রঙ ঘিরে বর্তমানে চর্চা তুঙ্গে।

গানটি মুক্তি পাওয়ার পর থেকেই পাঠান ছবি একাধিক বিতর্কের শিকার। কখনও দীপিকা অতিরিক্ত বোল্ড লুক সমালোচিত, কখনও আবার গানে পোশাকের রঙ ঘিরে চর্চা তুঙ্গে। ওঠে গান চুরির অভিযোগও। কড়া ভাষায় সমালোচিত হওয়া এই ছবির গান নিয়ে এবার আপত্তি জানালেন সকলের প্রিয় শক্তিমান, অর্থাৎ অভিনেতা মুখেশ খান্না। জনপ্রিয় এই অভিনেতা এবার বেশরম রঙ গানকে দিলেন অশ্লীল তকমা।

অভিনেতা প্রকাশ্যে প্রশ্ন তুলে জানান, ধর্মীর বিষয় নিয়ে তাঁর কিছু বলার নেই, তবে বলিউডে যে সমস্যাটা প্রকট হয়ে উঠছে তা হল অশ্লীলতা। আমাদের দেশ স্পেন বা সুইডেন নয় বা এমন কোনও দেশ নয় যাঁরা সমস্তকিছুতেই সম্মতি দেয়। পরবর্তীতে ছবি নির্মাতা এঁদের পোশাক ছাড়াই সামনে আনবেন। এক সংবাদ মাধ্যমকে তিনি স্পষ্ট বলেন- ‘আপনি সাহস দেখিয়েছেন, এত স্বল্প পোশাকে তাঁদের জনসম্মুখে আনার। তবে পরবর্তীতে কী আপনি পোশাক ছাড়াই তাঁদের সামনে আনবেন? সেন্সর যে প্রতিশ্রুতি দিয়ে থাকে, যে কোনও ছবিতে কারুর মনে আঘাত পৌঁছবে না, তাঁদের এই ছবিকে সম্মতি দেওয়া উচিত নয়।’

অভিনেতা আরও বলেন -‘এই গান ছোটদের ওপর কী প্রভাব ফেলবে? এটা তো ওটিটি-র জন্য নয়…।’ ফলে এখনও পাটান ছবির গান বিতর্কের কেন্দ্রে, একসপ্তাহ হতে চলল বেশরম বয়কট সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডেই জায়গা করে রেখেছে। যা এক প্রকার চিন্তায় ফেলেছে খান ভক্তদের।