Tollywood News: বিবাহবার্ষিকী সেলিব্রেট করলেন প্রিয়ম-শুভজিৎ

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Dec 13, 2021 | 10:08 PM

Prriyam Chakroborty: মিশভ। প্রিয়ম-শুভজিতের পুত্র সন্তান। কয়েক মাস আগেই মা হয়েছেন প্রিয়ম। এখন বাড়িতেই ছেলেকে সময় দিচ্ছেন। সদ্য ফেসবুকে মিশভের একটি ছবি শেয়ার করেছিলেন তিনি। নিজের হাত দিয়ে মিশভ জড়িয়ে রয়েছে তাঁর আঙুল।

Tollywood News: বিবাহবার্ষিকী সেলিব্রেট করলেন প্রিয়ম-শুভজিৎ
দম্পতি। ছবি: ফেসবুক থেকে গৃহীত।

Follow Us

৭৩০দিন একসঙ্গে কাটিয়ে ফেললেন তাঁরা। একসঙ্গে কাটালেন দম্পতির পরিচয়ে। তাঁরা অর্থাৎ অভিনেতা জুটি প্রিয়ম চক্রবর্তী এবং শুভজিৎ কর। সদ্য বিবাহবার্ষিকী সেলিব্রেট করলেন এই জুটি। কেক কেটে হল সেলব্রেশন। আর সেখানে ছিল দম্পতির একমাত্র পুত্রও।

মিশভ। প্রিয়ম-শুভজিতের পুত্র সন্তান। কয়েক মাস আগেই মা হয়েছেন প্রিয়ম। এখন বাড়িতেই ছেলেকে সময় দিচ্ছেন। সদ্য ফেসবুকে মিশভের একটি ছবি শেয়ার করেছিলেন তিনি। নিজের হাত দিয়ে মিশভ জড়িয়ে রয়েছে তাঁর আঙুল। সে ছবিতে মিশভের মুখ দেখা যাচ্ছে না।

কিছুদিন আগে নিজের জন্মদিনে ছেলের ছবি সোশ্যাল ওয়ালে শেয়ার করেছিলেন প্রিয়ম। নিজে মা হওয়ার পর প্রথম জন্মদিন। ফলে এই বছরের জন্মদিনটা আজীবন মনে রাখবেন অভিনেত্রী। কিন্তু সেখানেও ছেলের ছবি স্পষ্ট ছিল না। মা হওয়ার পর দৈনন্দিন একেবারে বদলে গিয়েছে প্রিয়মের। সন্তান এখন প্রায়োরিটি। তাকে নিয়েই দিনভর সময় কেটে যাচ্ছে। এ বারের জন্মদিনের উপহার পেয়েছেন কয়েকদিন আগেই। আর তা হল মাতৃত্ব। জীবনের সেরা উপহার। এই প্রথম বছর বিবাহবার্ষিকী ছেলেকে নিয়ে কাটল তাঁদের। তাই এই বছরের বিবাহবার্ষিকীও তাঁদের কাছে স্পেশ্যাল। TV9 বাংলাকে প্রিয়ম জানিয়েছিলেন, কাজ সামলেও শুভজিৎ রাত জেগে তাঁর সঙ্গে ছেলেকে সামলান।

আলাপ, বন্ধুত্ব, প্রেম, রেজিস্ট্রি মিলিয়ে সাত বছরের সম্পর্কের পর ২০১৯-এ সাতপাকে বাঁধা পড়েছিলেন প্রিয়ম চক্রবর্তী এবং শুভজিৎ কর। টেলিভিশনের চেনা দুই মুখ। সুন্দর অনুষ্ঠান, বন্ধুদের শুভেচ্ছা, প্রিয়জনদের আশীর্বাদ নিয়ে দাম্পত্যের সূচনা হয়েছিল। দু’জনের পথ চলায় এ বার নতুন বাঁক। ছেলেকে নিয়ে সময় কাটছে দম্পতির। শুভজিৎ কাজ করছেন। কিন্তু প্রিয়ম এখন মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। ছেলের সব কাজ সামলাচ্ছেন। ছেলে কিছুটা বড় হওয়ার পর ফের কাজে ফেরার ইচ্ছেপ্রকাশ করেছেন ঘনিষ্ঠ মহলে।

আরও পড়ুন, Riddhi Bandyopadhyay: ‘তিন কবির গান ধরে রেখেছেন ঋদ্ধি’, প্রশংসায় অতুলপ্রসাদ সেনের পৌত্রী মালা সেন

Next Article