গালে হাত, টেনশন… ছেলের সঙ্গে জমিয়ে দাবা, রাহুলের সহজ-জীবন

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jun 18, 2021 | 10:33 PM

কিছুদিন আগে হঠাৎ করেই সোশ্যাল ওয়ালে রাহুল শেয়ার করেন ‘চিরদিনই তুমি যে আমার’ ছবি থেকে তাঁর এবং প্রিয়াঙ্কার একটি ছবি। রাজ চক্রবর্তী পরিচালিত ওই ছবিতেই প্রথম কাজ করেন রাহুল এবং প্রিয়াঙ্কা।

গালে হাত, টেনশন... ছেলের সঙ্গে জমিয়ে দাবা, রাহুলের সহজ-জীবন
বাবার সঙ্গে সহজ

Follow Us

 

সহজ। প্রিয়াঙ্কা সরকার এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের একমাত্র ছেলে। অভিনেতা দম্পতির মধ্যে সম্পর্ক ভাল নয়। তাঁদের দাম্পত্য বিচ্ছেদের মামলা এখনও আদালতের আওতায়। সহজ বেশিরভাগ সময়ই মায়ের কাছে থাকলেও বাবার সঙ্গে তাঁর সম্পর্কে চিড় ধরেনি কোনওদিনই। বরং দিন যত এগিয়েছে সহজের সঙ্গে সম্পর্ক আরও সহজ হয়েছে রাহুলের। তাই অবসর মিলতেই সহজ হাজির তার বাবার কাছে। শুধু যে হাজির তাই নয়, চলেছে মন দিয়ে দাবা খেলা।

দুজনের গালে হাত। চোখ স্থির চেকবোর্ডের দিকে। চলছে হাড্ডাহাড্ডি টক্কর। পেছনে দেখা যাচ্ছে দাদাগিরির মঞ্চে রাহুলের পাওয়া পুরস্কার। কিন্তু ঘরোয়া দাদাগিরিতে জয়ী কে হবে তা নিয়ে মুখ ভর্তি টেনশন মাখা ছবি শেয়ার করেছেন রাহুল নিজেই। তবে ক্যাপশনটা মন-ছোঁয়া। রাহুল লিখেছেন, “সহজ, সব কিছুর জন্য থ্যাঙ্ক ইউ…”। বাবা-ছেলের দাবা খেলা দেখে রসিক শ্রীজাতর টিপ্পনি ‘দাবায়ে রাখতে পারবা না…’। জয়জিৎ লিখেছেন, “সহজ চালে কিস্তিমাত’। কিস্তিমাত কে করেছেন তা জানা যায়নি ঠিকই তবে, রাহুল-সহজের অটুট বন্ডিংয়ে আপ্লুত নেটিজেন।

রাহুলের যখন জীবন জুড়ে সহজ প্রিয়াঙ্কার ইনস্টা ঘাঁটলেও কিন্তু চোখে পড়ে সহজের সঙ্গে সময় কাটানোর নানা মুহূর্ত। এই যেমন দিন কয়েক আগেই ভিডিয়ো শেয়ার করেছিলেন প্রিয়াঙ্কা। আবাসনের রাস্তায় ছেলেকে সাইকেলে উঠতে সাহায্য করছেন মা। ঠিক পরের মুহূর্তেই ছেলের পাশাপাশি সাইকেল চালাচ্ছেন। কখনও বা মা-ছেলের সময় কাটছে গল্পের বই পড়ে।

আরও পড়ুন, বাবাকে হারালেন ‘অপরাজিতা অপু’র অভিনেতা রোহন ভট্টাচার্য

কিছুদিন আগে হঠাৎ করেই সোশ্যাল ওয়ালে রাহুল শেয়ার করেন ‘চিরদিনই তুমি যে আমার’ ছবি থেকে তাঁর এবং প্রিয়াঙ্কার একটি ছবি। রাজ চক্রবর্তী পরিচালিত ওই ছবিতেই প্রথম কাজ করেন রাহুল এবং প্রিয়াঙ্কা। সেখান থেকেই প্রেম এবং বিয়ে। হঠাৎ করে এতদিন পরে এই ছবি শেয়ার করে ক্যাপশনে রাহুল লেখেন, ‘জুটিতে দুটি’তে। এই নিয়ে বহু জল্পনা শুরু হয়। ফের কি একসঙ্গে থাকবেন তাঁরা? পুরনো সম্পর্ক কি কোনও ভাবে জোড়া লাগতে চলেছে? প্রিয়াঙ্কাও নিজের সোশ্যাল ওয়ালে ওই ছবি থেকে তাঁর একটি ছবি শেয়ার করেন। যদিও সেখানে রাহুল ছিলেন না। প্রিয়াঙ্কার একার ছবি দেখেও অনেকে মনে করেন, হয়তো ভেঙে যাওয়া সম্পর্ক ধীরে ধিরে ঠিক হতে চলেছে। তবে আপাতত তেমন সম্ভবনা সম্পর্কে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি তাঁরা।

Next Article