ট্রোল সহ্য করতে না পেরে ক্যারি মিনাতিকে কড়া ভাষায় টুইট রাহুল বৈদ্যর
ভিডিয়োতে রাহুলকে 'ব্যাকবেঞ্চার' বলে উল্লেখ করেন ক্যারি। তিনি আরও বলেন, রাহুল হল স্কুলের সেই ছাত্র যে কিনা সারাদিন গান গেয়ে বেড়ায়, পড়াশোনায় যার একেবারে মন নেই। পাশাপাশি নিজের ইচ্ছেয় রাহুলের বিগবস ত্যাগ নিয়েও ট্রোল করেন ওই ইউটিউবার।
দিন কয়েক আগেই রিয়ালিটি শো বিগবস এবং তাতে অংশগ্রহণকারী প্রতিযোগীদের নিয়ে একটি মজার ভিডিয়ো বানিয়েছিলেন ইউটিউবার ক্যারি মিনাতি। সেই ভিডিয়োতে বিগবসের সর্বশেষ সিজনের প্রত্যেক জন প্রতিযোগীকে রোস্টও করেছিলেন তিনি। বাদ ছিলেন না ওই রিয়ালিটি শো’র অন্যতম অংশগ্রহণকারী রাহুল বৈদ্যও। কিন্তু ট্রোল হজম করতে না পেরে ক্যারির উপরেই চটলেন রাহুল। কড়া ভাষায় জবাব দিলেন তাঁকে।
ভিডিয়োতে রাহুলকে ‘ব্যাকবেঞ্চার’ বলে উল্লেখ করেন ক্যারি। তিনি আরও বলেন, রাহুল হল স্কুলের সেই ছাত্র যে কিনা সারাদিন গান গেয়ে বেড়ায়, পড়াশোনায় যার একেবারে মন নেই। পাশাপাশি নিজের ইচ্ছেয় রাহুলের বিগবস ত্যাগ নিয়েও ট্রোল করেন ওই ইউটিউবার। এরপরেই এক টুইটকে ক্যারিকে সরাসরি উল্লেক্ষ করে রাহুল লেখেন, “কিছু মানুষ নিজের কাজের জন্য পরিচিত হয় আবার কিছু মানুষ অন্যকে বদনাম করে বড় হয়…ক্যারি মিনাতি মজা পেলাম ভাই”। মজা যে রাহুল একেবারেই পাননি তা তাঁর টুইট দেখেই স্পষ্ট।
আরও পড়ুন- লকডাউনের মেয়াদ বৃদ্ধিতে ধারাবাহিকের শুটিং হবে বাড়ি থেকেই? কী জানাচ্ছেন পরিচালক-প্রযোজকরা
Kuch logon ka naam apne kaam se hota hai aur kuch logon ka naam auron ko badnaam karne se hota hai… @CarryMinati maza aya bro ???
— RAHUL VAIDYA RKV (@rahulvaidya23) May 24, 2021
তবে ক্যারিকে এভাবে প্রকাশ্যে খোঁচা দেওয়ায় রাহুলের উপর বেজায় খাপ্পা ক্যারির ভক্তরা। তাঁদের বক্তব্য, “ট্রোল-মিম নেওয়ার ক্ষমতা না থাকলে সেলেব ট্যাগকে বিসর্জন দেওয়া উচিত রাহুলের।” মাস কয়েক আগে করিনা কাপুরের এক চ্যাট শো’তে আমন্ত্রিত হয়ে এসেছিলেন ক্যারি। সেখানেই তিনি জানান, যখনই সেলেবদের নিয়ে তিনি রোস্ট ভিডিয়ো বানান, আগে থেকে তাঁদের কাছ থেকে অনুমতি নিয়ে নেন। যদি কেউ না বোঝেন তিনি ঠিক কী ধরনের ভিডিয়ো বানান, তাহলে সেই ব্যক্তি যেন দয়া করে তাঁর ইউটিউব চ্যানেলটি একবার হলেও ঘুরে দেখেন।
রাহুল এই মুহূর্তে রয়েছেন কেপটাউনে। ‘খতড়ো কি খিলাড়ি’র শুটিং চলছে তাঁর। সেখান থেকেই টুইট বাণ জারি তাঁর।