Mathabhanga: প্রেমঘটিত ঝামেলায় রক্তাক্ত বড়দিন, মাথাভাঙায় ‘খুন’ বাবা-ছেলে, হাসপাতালে আরও ৬
Love Affair: অভিযোগ, এদিন সকালে দলবল নিয়ে সরকার পরিবারের উপর চড়াও হয় শিকদার পরিবারের লোকজন। আক্রমণ করা হয় ধারাল অস্ত্র নিয়ে। সঙ্গে চলে বেধড়ক মারধর। আহতদের নিয়ে প্রথমে মাথাভাঙা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে ২ জনকে মৃত বলে জানায় চিকিৎসকেরা।

কোচবিহার: প্রেমঘটিত ঝামেলার জেরে রক্তাক্ত বড়দিনের সকাল। কোচবিহারের মাথাভাঙায় সংঘর্ষের জেরে মৃত্যু ২ জনের। আহত ৬। আহতদের মধ্যে আবার ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা মাথাভাঙার হাজরাহাট এলাকায়। মৃত্যু হয়েছে যাদব সরকার ও তাঁর বাবা মানব সরকারের।
অভিযোগ, এদিন সকালে দলবল নিয়ে সরকার পরিবারের উপর চড়াও হয় শিকদার পরিবারের লোকজন। আক্রমণ করা হয় ধারাল অস্ত্র নিয়ে। সঙ্গে চলে বেধড়ক মারধর। আহতদের নিয়ে প্রথমে মাথাভাঙা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে ২ জনকে মৃত বলে জানায় চিকিৎসকেরা। বাকি ৬ জনকে কোচবিহার মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। তার মধ্যে ২ জনের অবস্থা গুরুতর বলে জানা যাচ্ছে। ঘটনার পর থেকেই এলাকায় তীব্র আতঙ্কের পরিবেশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙা থানা পুলিশ।
মৃতের জেঠু বিজয় সরকারের দাবি, “এলাকার বাসিন্দা ফালান শিকদারের মেয়ের সঙ্গে তাঁর ভাইপো যাদব সরকারের প্রেমের সম্পর্ক ছিল। এরইমধ্যে বুধবার মেয়েকে নিয়ে চলে আসে তাঁর ভাইপো। তা থেকেই অশান্তির সূত্রপাত। তিনি বলছেন, মেয়েটা বুধবার বিকালে বাড়িতে ফিরেও যায়। তখন ওর বাড়ির লোকজন ওকে মারধরও করে। এরমধ্যে সকালে ওদের বাড়ির লোকজন আমাদের বাড়িতে ফোন করে। ওরা যেতেই রাস্তাতেই আক্রমণ করে।” পরিবারের আর এক সদস্য অর্জুন বলছেন, “ওরা দলে প্রায় ১৫ থেকে ২০ জন ছিল। আমরা যেতেই প্রথমে কথা কাটাকাটি হয়। উত্তেজনার তৈরি হলে ওরা চড়াও হয়। তারপর বেধড়ক মারধর শুরু করে।”
