মুম্বইয়ের প্রসিদ্ধ হাজি আলি দরগা ভ্রমণ নিয়ে পোস্ট শেয়ার করে নেটিজেনের তোপের মুখে বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ রাজা-মধুবনী। সরাসরি প্রশ্ন, “আপনারা কি মুসলিম”? কেউ আবার ‘সাবধান’ করলেন ‘সেকুলারিজম দেখিও না’। যদিও সপাটে জবাব দিলেন রাজাও। ঠিক কী হয়েছে?
স্ত্রী মধুবনীর সঙ্গে এক পুরনো ছবি শেয়ার করেছিলেন রাজা। ছবিটি হাজি আলি দরগাতে তোলা। রাজা লিখেছিলেন, “হাজী আলির সামনে তোলা এই ছবি। অনেক বছর আগে তোলা, পুরানো ফোন ঘাটতে ঘাটতে ছবিটা পেলাম”। রাজা আরও জানান, পুরনো মোবাইল বিক্রি বা বদল করে নতুন আনার একেবারেই পক্ষপাতী নন তিনি। বরং, ওই পুরনো জিনিস বিক্রি করে যা টাকা আসবে তার থেকেও ওই জিনিসের গুরুত্ব অনেক বেশি।”
এত অবধি ঠিকই ছিল। কিন্তু কমেন্ট সেকশনে বেশ কয়েকজন নেটিজেন রাজাকে সরাসরি কমেন্ট করেন, “আপনি কি মুসলিম?”। রাজাও চুপ করে রইলেন না। তাঁর ছোট্ট উত্তর, “আমি মানুষ”। এখানেই শেষ নয়, একটি কমেন্টে রাজা কেন তাঁর ‘ধর্ম’ নিয়ে সোচ্চার নয় তা নিয়েও কুৎসিত আক্রমণ করা হয় তাঁকে। রাজা যদিও সেই কমেন্টের উত্তর দেননি। আক্রমণ উড়ে এলেও রাজার হাজী আলির দরগা ভ্রমণ নিয়ে নেটিজেনদের একটা বড় অংশ কিন্তু তাঁকে সমর্থনই জানিয়েছেন। অনেকেই লিখেছেন, “সব ধর্মই সমান… সে হাজী আলি হোক অথবা সিদ্ধি বিনায়ক মন্দির।”
প্রসঙ্গত কিছু দিন আগেই বাবা-মা হয়েছেন রাজা-মধুবনী। সংসারে এসেছে ছেলে কেশব। তাই এ সব ট্রোললে পাত্তা না দিয়ে আপাতত খুদেকে নিয়েই দিন কাটছে তাঁদের। ‘ভালবাসা ডট কম’ নামের ধারাবাহিকে প্রথম একসঙ্গে কাজ করেছিলেন রাজা এবং মধুবনী। এরপর একে একে ‘চিরদিনই আমি যে তোমার’, ‘কোজাগরী’, ‘সত্যমেব জয়তে’-র মতো ধারাবাহিকে কাজ করেন রাজা। এখন তিনি ‘খড়কুটো’ ধারাবাহিকে অভিনয় করছেন। অন্যদিকে ‘সাত ভাই চম্পা’, ‘ফাগুন বউ’, ‘ভানুমতির খেল’ ধারাবাহিকে অভিনয় করেছেন মধুবনী। কেশব একটু বড় হয়ে গেলে ফের কাজে ফেরার ইচ্ছে রয়েছে তাঁর।
আরও পড়ুন- Somy Ali: বলিউড ছাড়ার পর কীভাবে রোজগার হত? মুখ খুললেন সলমনের এই প্রাক্তন