তৈমুরের মায়ের ভূমিকায় নিজেকে দেখতে চান রাখি সাওয়ান্ত!

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 01, 2021 | 7:59 PM

সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নাচের ভিডিয়ো। দর্শক মহলেও বেশ সাড়া ফেলেছে রাখির নাচ। সংবাদমাধ্যমকে দেওয়া র‍্যাপিড ফায়ারে রাখিকে যখন জিজ্ঞাসা করা হয়, ঘুম থেকে উঠে যদি দেখা যায় তিনি শাহরুখ হয়ে গিয়েছেন প্রথমে কী করবেন?

Follow Us

তৈমুরের মায়ের ভূমিকায় নিজেকে দেখতে চান রাখি সাওয়ান্ত। এখন না হলেও ভবিষ্যতে তো বটেই। মনের গোপন ইচ্ছের কথা শেয়ার করলেন অভিনেত্রী। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মনের ঝাঁপি খুললেন। জানালেন ঘুম থেকে উঠে তিনি যদি দেখেন আচমকাই রাখি থেকে শাহরুখ হয়ে গিয়েছেন তিনি, অথবা রণবীর সিং- কোন কাজগুলি সবার আগে করবেন…

সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নাচের ভিডিয়ো। দর্শক মহলেও বেশ সাড়া ফেলেছে রাখির নাচ। সংবাদমাধ্যমকে দেওয়া র‍্যাপিড ফায়ারে রাখিকে যখন জিজ্ঞাসা করা হয়, ঘুম থেকে উঠে যদি দেখা যায় তিনি শাহরুখ হয়ে গিয়েছেন প্রথমে কী করবেন? একমুহূর্ত না ভেবেই তাঁর উত্তর, ‘ম্যায় হু না ২’ বানাবো আর সেই ছবিতে রাখিকে জায়গা দেব। প্রসঙ্গত ম্যায় হু না ছবিতে অভিনয় করেছিলেন রাখি।

অন্যদিকে রণবীর সিংয়ে তিনি বদলে গেলে কী করবেন এই প্রশ্নের জবাবে রাখির উত্তর, “দীপিকাকে বলব, বেবি লেটস মেক আ বেবি”। তাঁর জন্য রাখা হয় আরও এক মজার খেলা। এক একটি করে শব্দ দেওয়া হবে, রাখি এক মুহূর্ত না ভেবে যা মাথায় প্রথমে আসে তা বলবেন। আলিয়া ভাট শুনতেই তিনি বললেন, ‘সুন্দর মনে মানুষ’। অন্যদিকে রণবীর কাপুর শুনেই তাঁর উত্তর, ‘চকোলেট বয়’। ক্লাইম্যাক্স বাকি ছিল আরও। তৈমুরের নাম শুনেই রাখি একগাল হেসে বলেন, “কিউউউউট, দেখবেন, ও বড় হয়ে সুপারস্টার হবে। আর তখন আমি, রাখি সাওয়ান্ত তৈমুরের মায়ের চরিত্রে অভিনয় করব…”।

আরও পড়ুন-‘প্রিয়…তোমায় কী ভীষণ মিস করছিলাম’, কার উদ্দেশ্যে আলিয়ার এই ভালবাসার বার্তা? 

সত্যি তা হবে কিনা তা সময়ই বলবে তবে রাখি অর্গলহীন প্রশ্ন-উত্তর বেশ উপভোগই করেছেন দর্শকরা।

তৈমুরের মায়ের ভূমিকায় নিজেকে দেখতে চান রাখি সাওয়ান্ত। এখন না হলেও ভবিষ্যতে তো বটেই। মনের গোপন ইচ্ছের কথা শেয়ার করলেন অভিনেত্রী। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মনের ঝাঁপি খুললেন। জানালেন ঘুম থেকে উঠে তিনি যদি দেখেন আচমকাই রাখি থেকে শাহরুখ হয়ে গিয়েছেন তিনি, অথবা রণবীর সিং- কোন কাজগুলি সবার আগে করবেন…

সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নাচের ভিডিয়ো। দর্শক মহলেও বেশ সাড়া ফেলেছে রাখির নাচ। সংবাদমাধ্যমকে দেওয়া র‍্যাপিড ফায়ারে রাখিকে যখন জিজ্ঞাসা করা হয়, ঘুম থেকে উঠে যদি দেখা যায় তিনি শাহরুখ হয়ে গিয়েছেন প্রথমে কী করবেন? একমুহূর্ত না ভেবেই তাঁর উত্তর, ‘ম্যায় হু না ২’ বানাবো আর সেই ছবিতে রাখিকে জায়গা দেব। প্রসঙ্গত ম্যায় হু না ছবিতে অভিনয় করেছিলেন রাখি।

অন্যদিকে রণবীর সিংয়ে তিনি বদলে গেলে কী করবেন এই প্রশ্নের জবাবে রাখির উত্তর, “দীপিকাকে বলব, বেবি লেটস মেক আ বেবি”। তাঁর জন্য রাখা হয় আরও এক মজার খেলা। এক একটি করে শব্দ দেওয়া হবে, রাখি এক মুহূর্ত না ভেবে যা মাথায় প্রথমে আসে তা বলবেন। আলিয়া ভাট শুনতেই তিনি বললেন, ‘সুন্দর মনে মানুষ’। অন্যদিকে রণবীর কাপুর শুনেই তাঁর উত্তর, ‘চকোলেট বয়’। ক্লাইম্যাক্স বাকি ছিল আরও। তৈমুরের নাম শুনেই রাখি একগাল হেসে বলেন, “কিউউউউট, দেখবেন, ও বড় হয়ে সুপারস্টার হবে। আর তখন আমি, রাখি সাওয়ান্ত তৈমুরের মায়ের চরিত্রে অভিনয় করব…”।

আরও পড়ুন-‘প্রিয়…তোমায় কী ভীষণ মিস করছিলাম’, কার উদ্দেশ্যে আলিয়ার এই ভালবাসার বার্তা? 

সত্যি তা হবে কিনা তা সময়ই বলবে তবে রাখি অর্গলহীন প্রশ্ন-উত্তর বেশ উপভোগই করেছেন দর্শকরা।

Next Article