Rani-Amitabh: রানির একটা উত্তর চুপ করিয়ে দিল স্বয়ং বিগ-বি’কেও!

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Nov 18, 2021 | 2:18 PM

প্রসঙ্গত, অমিতাভ-জায়া জয়া ভাদুড়ি (বচ্চন)ও বাঙালি। নেটিজেনদের রসিক মন্তব্য, "রানির কথা শুনে বিগ-বি'র বোধহয় জয়াজির মুখই ভেসে উঠল মনে।"

Rani-Amitabh: রানির একটা উত্তর চুপ করিয়ে দিল স্বয়ং বিগ-বিকেও!
রানির একটা উত্তর চুপ করিয়ে দিল স্বয়ং বিগ-বি'কেও!

Follow Us

একজন বাংলার মেয়ে। অন্যজন বাঙালির জামাইবাবু। দুজনের মধ্যে রয়েছে বং কানেকশন। বলিপাড়ার গুঞ্জন বলে, বচ্চন পরিবারের ‘বহু’ হওয়ার দৌড়েও নাকি এগিয়েছিলেন রানি। যদিও নিয়তি লেখেছে অন্য গল্প। এ বার অমিতাভের চ্যাট শো’য়ে এসে তাঁকেই চুপ করিয়ে দিলেন রানি।

মুক্তি পাচ্ছে বান্টি ওউর বাবলির সিকুয়াল। ওই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন রানি, রয়েছেন সইফও। তার প্রমোশনেই অমিতাভের টক শো কেবিসিতে এসেছিলেন তাঁরা। সেখানেই, রানিকে অমিতাভ প্রশ্ন ছুঁড়ে দেন রানি কতটা রাগী। উত্তরে রানি বলেন, “সব বাঙালিদের মধ্যে মা কালি লুকিয়ে রয়েছেন”। অর্থাৎ তিনি যে বেশ রাগী সে কথাই বুঝিয়ে দেন রানি। পাল্টা অমিতাভের উত্তর, “আর তোমায় কোনও প্রশ্ন নয়”।

প্রসঙ্গত, অমিতাভ-জায়া জয়া ভাদুড়ি (বচ্চন)ও বাঙালি। নেটিজেনদের রসিক মন্তব্য, “রানির কথা শুনে বিগ-বি’র বোধহয় জয়াজির মুখই ভেসে উঠল মনে।” বান্টি অউর বাবলির প্রথম পার্টে রানির বিপরীতে দেখা গিয়েছিল অভিষেক বচ্চনকে। সিকুয়ালে নেই অভিষেক। কেন? ইণ্ডাস্ট্রির ফিসফাস, রানি আর অভিষেকের সেই গাঢ় বন্ধুত্বের চিড়ই রয়েছে এর নেপথ্যে। অভিষেকের জায়গা দখল করেছেন সইফ। প্রথম পার্টে ছিলেন অমিতাভও। দ্বিতীয় পর্বে তিনি নেই। তাঁর চরিত্রে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠি। বাবা ছেলে দুইজনেই নেই, অথচ সেই ছবিরই প্রমোশন করতে রানি এলেন কেবিসিতে। আশ্চর্য সমাপতন? নেটিজেনরা বলছেন, “হয় হয় বহু কিছুই, ধরতে পারা যায় না

 

Next Article