ক্যামেরার সামনে তাঁর কাজ। তাই নিজেকে সাজিয়ে তুলতে প্রফেশনালের সাহায্য তো নিতেই হয়। তিনি অর্থাৎ অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। কিন্তু যখন মা মেয়েকে সাজিয়ে তোলার দায়িত্ব নেন, তখন কেমন হয়? সদ্য মা শতরূপা সান্যাল ঋতাভরীর চুলে রং করে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন। মায়ের যত্ন, আদরের সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন ঋতাভরী।
ঋতাভরীর চুলে রং করে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন শতরূপা। প্রথম দিকে অভিনেত্রী চিন্তিত ছিলেন বা ভয় পেয়েছিলেন। তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন সে কথা। কিন্তু পরে মায়ের হাতের যত্নের ফল দেখে নিজে আপ্লুত। দিদি চিত্রাঙ্গদার থেকে বোনফোঁটাও নিয়েছেন তিনি। ভিডিয়োতে ঋতাভরীর কপালে রয়েছে সেই ফোঁটার চিহ্নও। অস্ত্রোপচারের ধাক্কা সামলে ঋতাভরী ফের কাজে ফিরেছেন।
মাস কয়েক আগে দুটি অস্ত্রোপচার হয়েছিল ঋতাভরীর। অস্ত্রোপচারের পর চরম হতাশার মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকে, সে কথা মাস খানেক আগে এক পোস্টে নিজেই জানিয়েছিলেন তিনি। পোস্টে লিখেছিলেন, ‘২০১৩ সাল থেকে যাতে ফিগার ঠিক থাকে তাই কড়া ডায়েট-রুটিন অনুসরণ করতাম আমি। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে সেলফি নিতাম দেখার জন্য, যে আমি ঠিক আছি কিনা। ৩৬-২৬-৩৬- শরীরের এই গঠন নিয়ে আমি পাগল ছিলাম। কিন্ত আট মাসে আগে সব নিয়ম গুলিয়ে গেল যখন এক অস্ত্রোপচার হয় আমার। সারাক্ষণ বিছানায় শুয়ে থাকতাম। নড়াচড়া করতে পারতাম না।’ যোগ করেছিলেন, ‘অপারেশন ঠিকঠাক হয় কিন্তু হতাশা ঘিরে ধরে। নিজেকে বলেছিলাম সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে। কিন্ত আমার কাজ-পাগল মনের ধৈর্য ছিল না। সবাইকে বলতে চাই, আমি ভাল হচ্ছি। শারীরিক যন্ত্রণা আর নেই। কিন্তু হতাশা আমায় নিঃসঙ্গ করে দিয়েছে। পরে তোমাদের সব বলব…।’
ঋতাভরীর ওই পোস্টে পাশে থাকার বার্তা দিয়েছিলেন মিমি-নুসরতও। তবে সেই অধ্যায় কাটিয়ে আবারও কাজে ফিরেছেন তিনি। তাঁর হঠাৎ ওজন বেড়ে যাওয়া নিয়ে হয়েছে কটাক্ষও। তবে তিনি পজেটিভ। সম্প্রতি আবিরের বিপরীতে এক বিজ্ঞাপনে দেখা গিয়েছে তাঁকে। দেখা গিয়েছে অমিতাভ বচ্চনের সঙ্গেও এক বিজ্ঞাপনী কাজে। সঙ্গে রয়েছে সমাজসেবা মূলক কাজ। এ সব নিয়েই নিজের শর্তে দিন কাটাচ্ছেন অভিনেত্রী।
আরও পড়ুন, Salman Khan: “নাচ বন্ধ করো”, সেলফি তুলতে এলে অনুরাগীকে ধমক দিলেন সলমন!