সিনেমা-সিরিজে সম্মতি দিলেও মেয়ের টিভিতে কাজ করায় আপত্তি ‘তিওয়ারি জি’র’, কেন?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 02, 2021 | 9:54 AM

তাঁর কথায়, "আমার মনে হয় নিউএজ অভিনেতাদের জন্য টিভি কোথাও গিয়ে ভীষণ একঘেয়ে। নতুন কিছু করার সুযোগ নেই বললেই চলে। আমি নিজে ১৬ বছর টিভিতে কাজ করেছি। আমি জানি এখানে কীভাবে কাজ হয়।"

সিনেমা-সিরিজে সম্মতি দিলেও মেয়ের টিভিতে কাজ করায় আপত্তি তিওয়ারি জির, কেন?
মেয়ের সঙ্গে

Follow Us

রোহিতাশ গৌড়, জনপ্রিয় ধারাবাহিক ‘ভাবিজি ঘর পর হ্যায়’-এ যিনি পরিচিত ‘তিওয়ারি জি’ হিসেবে। পেশা হিসেবে মেয়ের অভিনয় বেছে নেওয়ায় কোনও আপত্তি নেই তাঁর। কিন্তু রোহিতাশ চান না টিভি দিয়ে নিজের কেরিয়ার শুরু করুক মেয়ে গীতি। কেন?

তাঁর কথায়, “আমার মনে হয় নিউএজ অভিনেতাদের জন্য টিভি কোথাও গিয়ে ভীষণ একঘেয়ে। নতুন কিছু করার সুযোগ নেই বললেই চলে। আমি নিজে ১৬ বছর টিভিতে কাজ করেছি। আমি জানি এখানে কীভাবে কাজ হয়।” এখানেই না থেমে তিনি যোগ করেন, ” আমি চাই আমার মেয়ে কন্টেন্ট ধর্মী ছবিতে অভিনয় করুক। আমি চাই না ও ডেইলি সোপ করুক”।


তাঁর দুই মেয়ে। মেয়েদের সঙ্গে মজবুত বন্ধন তাঁর। মাঝেমধ্যেই বাবা-মেয়ার শেয়ার করেন নাচের ভিডিয়ো। কখনও ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে রেট্রো গান আবার কখনও বা হিপহপ। বড় মেয়ে গীতির নাচের প্রতি শখ যে বহু দিনের সে কথা নিজেই জানিয়েছেন অভিনেতা। তিনি আরও জানিয়েছেন অভিনয় নিয়েও নাকি এবার মাথা ঘামাতে চাইছে মেয়ে। কিন্তু বাবার শর্ত মেনে চলতে হবে। সিনেমা হলে ঠিক আছে, ধারাবাহিক একেবারেই নয়।

গীতির নাম নেটিজেনরা যেমন ভালবাসেন ঠিক তেমনই তা চোখে পড়েছে রাজকুমার হিরানিরও। রোহিতাশ জানিয়েছেন, রাজকুমার নাকি বারেবারে তাঁকে বলেছেন বড় মেয়ের এই গুণের উপর বিশেষ নজর দিতে।

আরও পড়ুন-‘প্রিয়…তোমায় কী ভীষণ মিস করছিলাম’, কার উদ্দেশ্যে আলিয়ার এই ভালবাসার বার্তা?

Next Article