রাত সাড়ে আটটা। নির্দিষ্ট এই সময়টা বাংলা টেলিভিশনের বড় অংশের দর্শক ‘ফেলনা’র জন্য রাখেন। ওই সময়ে একটি বেসরকারি চ্যানেলে সম্প্রচারিত হয় নির্দিষ্ট এই ধারাবাহিক। গত বৃহস্পতিবার হঠাৎই ওই ধারাবাহিকের ফ্যান গ্রুপ থেকে ফেসবুকে প্রচার হয়ে যায়, ‘ফেলনা’র সম্প্রচারের সময় নাকি পরিবর্তন হয়ে যাচ্ছে। আগামী ২৫ জুলাই থেকে তা নাকি রাত সাড়ে আটটার বদলে সংশ্লিষ্ট চ্যানেলে দেখা যাবে দুপুর দু’টোয়। চ্যানেল কর্তৃপক্ষের তরফে এমন কোনও বার্তা না থাকায় সংশয় তৈরি হয় দর্শক মহলে। সত্যিই কি এই ধারাবাহিকের সম্প্রচারের সময় বদলে যাচ্ছে?
শুক্রবার সকালে ইনস্টাগ্রাম লাইভের মাধ্যমে ‘ফেলনা’র সম্প্রচারের সময় পরিবর্তন হওয়ার বিষয়টি তুলে ধরেন অনস্ক্রিন ‘ফেলনা’র মা তথা অভিনেত্রী রোশনি তন্বী ভট্টাচার্য। তিনি দাবি করেন, গতকাল ফেসবুকে যা প্রচার হয়েছে তা ভিত্তিহীন এবং ভুয়ো। এই ধরনের ভুয়ো খবর যাতে কোনও ভাবেই প্রচার না হয়, তার অনুরোধ করেছেন অভিনেত্রী। পাশাপাশি সাধারণ দর্শক যাতে ভুয়ো খবর বিশ্বাস না করেন, সে অনুরোধও করেছেন তিনি।
রোশনির কথায়, “গতকাল ফেসবুকে কেউ একজন লেখেন, আগামী ২৫জুলাই থেকে ‘ফেলনা’র স্লট পাল্টে রাত সাড়ে আটটার বদলে দুপুর দু’টো হচ্ছে। হঠাৎ করে কেউ লিখে ফেললেন, তারপর প্রচুর মেসেজ এসেছে। এটা একেবারেই ঠিক খবর নয়। যদি কখনও সময় পরিবর্তন হয়, আমরা জানাব। ওই কমেন্ট দেখে আমি দেখে রিপ্লাই করি। যিনি লিখেছেন, তিনি রিপ্লাই করেন, কেউ একজন কোনও একটা প্রোমো দেখেছেন, তার ভিত্তিতে পোস্ট করেছেন। আমি রিপোর্ট করি। আমাদের অনেক কাস্টই রিপোর্ট করেছেন। ভুয়ো তথ্যে কান দেবেন না। ভুয়ো তথ্য ছড়াবেন না। এটা ঠিক নয়।”
ধারাবাহিক সম্পর্কিত কোনও বিভ্রান্তিমূলক পোস্ট অথবা ভুয়ো তথ্য শেয়ার ফ্যান পেজ থেকেও কাম্য নয়। রোশনি লাইভে এসে সে বার্তাই দিয়েছেন। সঠিক তথ্যের জন্য সংশ্লিষ্ট চ্যানেলের সোশ্যাল মিডিয়া পেজে নজর রাখতে পারেন দর্শক।
আরও পড়ুন, ‘রেডিও’র সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্কের গল্প বুনছেন শিলাদিত্য