Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rubel Das: চরম অনটন, আয়ার কাজ করে রুবেলকে বড় করেন মা, রইল সেই কাহিনী

Rubel Das: অভিনেতা রুবেল দাসকে কে না চেনেন? নিজের প্রতিভার জেরে আজ তিনি জনপ্রিয় টেলিভিশন তারকা। তাঁর সিরিয়াল 'নিম ফুলের মধু' বেশ কিছু মাস ধরে রয়েছে টিআরপির প্রথম সারিতে। এ হেন রুবেল এক নাচের রিয়ালিটি শো থেকে উঠে এসেছেন এ খবর প্রায় সকলেরই জানা। তবে যা অজানা ছিল এত দিন তা হল, ছেলেকে বড় করতে গিয়ে এক মায়ের আত্মবলিদান সংগ্রাম এবং হার না মানার অদম্য লড়াই।

Rubel Das: চরম অনটন, আয়ার কাজ করে রুবেলকে বড় করেন মা, রইল সেই কাহিনী
মায়ের সঙ্গে রুবেল।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 09, 2023 | 5:47 PM

অভিনেতা রুবেল দাসকে কে না চেনেন? নিজের প্রতিভার জেরে আজ তিনি জনপ্রিয় টেলিভিশন তারকা। তাঁর সিরিয়াল ‘নিম ফুলের মধু’ বেশ কিছু মাস ধরে রয়েছে টিআরপির প্রথম সারিতে। এ হেন রুবেল এক নাচের রিয়ালিটি শো থেকে উঠে এসেছেন এ খবর প্রায় সকলেরই জানা। তবে যা অজানা ছিল এত দিন তা হল, ছেলেকে বড় করতে গিয়ে এক মায়ের আত্মবলিদান সংগ্রাম এবং হার না মানার অদম্য লড়াই।

নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম হয় রুবেলের। বাবা যে কারখানায় কাজ করতেন তা হঠাৎই বন্ধ হয়ে যাওয়ায় অথৈ সাগরে পড়েন রুবেলের পরিবার। তখন তিনি খুবই ছোট, ছেলের ইচ্ছে ছিল নৃত্যশিল্পী হবেন। মা শুরু করেন সেলাইয়ের কাজ। দিনরাত এক করে ছেলের লড়াইয়ে কাঁধে কাঁধ রেখে সামিল হন মা। ‘ডান্স বাংলা ডান্স’-এ  সবাইকে চমকে দিয়ে হয়ে যান বিজয়ী। কী ভাবছেন?  কষ্টের এখানেই ইতি? একেবারেই নয় বরং এর পরেই শুরু হয় আসল সংগ্রাম। রুবেলের ইচ্ছে ছিল মুম্বই যাবেন।  সেখানে গিয়ে বড় নৃত্যশিল্পী হবেন তিনি। এবারেও সাহারা সেই মা।

সম্প্রতি ‘দাদাগিরি’র মঞ্চে এক ভিডিয়ো বার্তার মাধ্যমে রুবেলের মা কৃষ্ণা দাস পরের সেই হার না মানা লড়াইয়ের কথাই তুলে ধরেছেন। জানিয়েছেন ছেলের স্বপ্ন পূর্ণ করতে লোকের বাড়িতে রান্নাও করেছেন তিনি, করেছেন আয়ার কাজও। মায়ের ওই কথা শুনে সকলের সামনেই নিজেকে ধরে রাখতে পারেননি রুবেল । চোখ দ্রব হয়ে ওঠে তাঁর, মোচড় দিয়ে ওঠে বুক। মাকে জড়িয়ে কেঁদে ফেলেন অভিনেতা। বলেন, “যে সময়ে বাবার পাশে থাকার কথা ছিল তাকে পাইনি। মা যেভাবে আমাকে আর দাদাকে মানুষ করেছে আমি ভুলবো না। সব মায়েদেরই বলিদান থাকে তবে আমার মা একটু বেশি করেছেন”।  রুবেল জানিয়েছেন, হাজার অভাব সত্ত্বেও তা কোনদিনও তাঁর স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়ায়নি।  কারণ মা পাশে ছিলেন প্রতিনিয়ত। উৎসাহ যুগিয়েছেন বারবার বলেছেন একটাই কথা,  “নিজের স্বপ্ন পূরণ কর”। মায়ের কথা রেখেছেন রুবেল। আজ তিনি সফল। ‘ভানুমতির খেল’ দিয়ে ছোট পর্দায় ডেবিউ  করার পর হাতে বেশ কয়েকটি কাজ রয়েছে রয়েছে তাঁর। অভিনয় করেছেন বড় পর্দাতেও। তাঁর  উল্লেখযোগ্য কাজ ‘যমুনা ঢাকি’,  ‘নিম ফুলের মধু’ ইত্যাদি।