হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী রূপল পটেল। অসুস্থ অভিনেত্রী। হাসপাতাল সূত্রে খবর, বিগত বেশ কিছু দিন ধরেই সেখানে রয়েছেন তিনি। যদিও ঠিক কী কারণে তাঁর অসুস্থতা সে বিষয়ে বিষদে জানা যায়নি।
অন্যদিকে সংবাদ সংস্থাকে অভিনেতার স্বামী জানিয়েছেন, “রূপল আগের থেকে ভাল আছে। চিন্তার কোনও কারণে নেই।” সূত্রের খবর, আগামী তিনি চার দিনের মধ্যেই ছেড়ে দেওয়া হবে তাঁকে।
জনপ্রিয় ধারাবাহিক ‘সাথ নিভানা সাথীয়া’ দিয়েই লাইমলাইটে এসেছিলেন রূপল। ওই ধারাবাহিকে তাঁর চরিত্রটি দর্শকমনে আজও দাগ কেটে রয়েছে। গত বছর লকডাউনে মিউজিশিয়ান যশরাজ মুকুটের ওই ধারাবাহিকের সংলাপ নিয়ে বানানো এক মিম ভিডিয়োর জন্য আবারও লাইমলাইটে এসেছিলেন তিনি। নিজেও ওই ভিডিয়োর ব্যাপারে শেয়ার করেছিলেন ইতিবাচক মন্তব্য। তাঁর অসুস্থতার খবরে চিন্তা বেড়েছে অনুরাগী মহলে। আপাতত প্রিয় অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় তাঁরা।
আরও পড়ুন-আমির-কিরণের বিচ্ছেদ ঘোষণার সিদ্ধান্ত কি আদতে সেলিব্রিটি স্টান্ট? মত মনোবিদ থেকে তারকার