Salman Khan: ‘…ছেড়ে চলে গিয়েছে’, প্রাক্তন প্রেমিকার স্বামীর প্রশ্নে এ কী বললেন সলমন!
Salman Khan: ইন্ডাস্ট্রিতে ক্যাটরিনা কাইফ ও সলমন খানের প্রেমের কথা কারও অজানা নয়। তাঁদের বিচ্ছেদও হয়েছে বহুদিন।
ইন্ডাস্ট্রিতে ক্যাটরিনা কাইফ ও সলমন খানের প্রেমের কথা কারও অজানা নয়। তাঁদের বিচ্ছেদও হয়েছে বহুদিন। বর্তমানে ক্যাটরিনা বিবাহিত হলেও সলমন সিঙ্গল। এবার ক্যাটরিনার স্বামী ভিকির সামনে এ কী বলে বসলেন সলমন খান! সলমন খানের রিয়ালিটি শো ‘বিগবস’-এ হাজির হয়েছিলেন কিয়ারা আডবাণী ও ভিকি কৌশল। তাঁদের ছবি ‘গোবিন্দা নাম মেরা’ প্রচারই ছিল উদ্দেশ্য। সেখানেই সলমনকে ভিকি জিজ্ঞাসা করেন, “কোনওদিনও কোনও মহিলা আপনার জন্য কোনও পিকআপ লাইন (মজার ছলে প্রেম ও প্রশংসাসূচক বাক্য) ব্যবহার করেছে? যদি হ্যাঁ হয় তবে সেক্ষেত্রে তালিকায় সবচেয়ে খারাপ কোনটি?” প্রশ্ন শুনেই হাসিতে ফেটে পড়েন সলমন। এরপর বলেন, “পিকআপ তো জানি না, তবে হ্যাঁ, ছেড়ে চলে গিয়েছে।” এর পরেই তাঁর সংযোজন, “পিকআপ লাইনের কথা আমার সত্যিই মনে নেই।” সলমনের উত্তর শুনে নিন্দুকের প্রশ্ন, তবে কি পরোক্ষে পুরনো প্রেমিকার দিকেই আঙুল তুললেন সলমন?
সে যাই হোক, ক্যাটরিনা ও ভিকির সুখের সংসার। কিছু দিন আগেই বিয়ের এক বছর পূর্ণ করেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ২০১৮ সাল। মুক্তি প্রায় ভিকি কৌশলের ছবি ‘মনমারজিয়া’। ওই ছবির ট্রেলারে ভিকিকে দেখেই মুগ্ধ হন ক্যাটরিনা। তাঁর কথায়, “আমার মনে আছে প্রযোজক আনন্দ এল রাই আমায় ‘মনমারজিয়া’ ছবির একটি প্রোমো দেখিয়েছিলেন। আমি দেখেই তাঁকে জিজ্ঞাসা করি ‘এই ছেলেটি কে’? আমি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এত সাবলীন একজন অভিনেতা। এত নিখুঁত একজন মানুষ।” ইন্ডাস্ট্রিতে বহুদিন কাটান ক্যাটরিনা বুঝেছিলেন ভিকির মধ্যে ট্যালেন্ট রয়েছে। এরপর যে কোথা থেকে কী হয়ে গেল, তা তাঁরা নিজেরাই জানেন না।
প্রসঙ্গত, তাঁদের বিয়ের ঘোষণার সঙ্গে সঙ্গেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছিলেন নিন্দা। অনেকেই দাবি করেছিলেন এই সম্পর্ক বুঝি টিকবে না। অনেকে আবার আখ্যা দিয়েছিলেন ‘পাব্লিসিটি স্টান্ট’ হিসেবে। কিন্তু এখনও পর্যন্ত দিব্যি রয়েছেন তাঁরা। কেটে গেল গোটা এক বছরও আগামী দিনগুলোতেও একইও ভাবে দুজন দুজনের পাশে থেকে যেতে চান।
#ShukravaarKaVaar mein special guests Kiara aur Vicky ke saath banega aapka friday mood aur bhi khaas. ?
Dekhiye #BiggBoss16 Mon-Fri raat 10 baje aur Sat-Sun raat 9 baje, sirf #Colors par. Anytime on @justvoot.#BB16 #BiggBoss@BeingSalmanKhan@vickykaushal09 @advani_kiara pic.twitter.com/d9SlZhlMNY
— ColorsTV (@ColorsTV) December 16, 2022