মেকআপ আর্টিস্ট মানালি এবং দেবলীনা, মডেল সম্রাট! হচ্ছেটা কী?

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Jul 20, 2021 | 2:33 PM

Samrat Mukherji: ‘সখী’ ধারাবাহিকে প্রথম দেবলীনার সঙ্গে কাজ করেন সম্রাট। তবে বোন সহেলি মুখোপাধ্যায়ের বন্ধু হিসেবে অনেক আগে থেকেই দেবলীনাকে চিনতেন বলে জানালেন।

মেকআপ আর্টিস্ট মানালি এবং দেবলীনা, মডেল সম্রাট! হচ্ছেটা কী?
সম্রাটের শেয়ার করা সেই ছবি। ফেসবুক থেকে গৃহীত।

Follow Us

মেকআপ করতে বসেছেন অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়। আর তাঁর মেকআপ করিয়ে দিচ্ছেন অভিনেত্রী মানালি মনীষা দে। মানালিকে সাহায্য করছেন দেবলীনা দত্ত। প্রায় আট বছর আগে এই ছবি তোলা হয়েছিল ধারাবাহিক ‘সখী’র সেটে। ফেসবুক ফিরিয়ে দিল সেই স্মৃতি। অনেক পুরনো কথা মনে পড়ে গেল অভিনেতার।

এ প্রসঙ্গে TV9 বাংলাকে সম্রাট বললেন, “মোহনা’তে অ্যান্টাগনিস্ট ছিলাম। সেখানে মানালি চাইল্ড আর্টিস্ট ছিল। ‘বউ কথা কও’তে ওকে হিরোইন হিসেবে পেলাম। কবে যে বড় হয়ে গেল। ২০০৯-২০১২ পর্যন্ত ‘বউ কথা কও’ চলল। ২০১২-২০১৪ পর্যন্ত ‘সখী’ চলল। পাঁচ বছর একসঙ্গে কাজ করেছি। ওর সঙ্গে সম্পর্কটা পুরনো। গতকাল ও হঠাৎই ফোন করেছিল। ‘ধুলোকণা’র ফার্স্ট এপিসোড দেখতে হবে। দেখে ফিডব্যাক দাও। ওর বাবার সঙ্গেও পরিচয় রয়েছে। পারিবারিক সম্পর্ক হয়ে গিয়েছে।”

‘সখী’ ধারাবাহিকে প্রথম দেবলীনার সঙ্গে কাজ করেন সম্রাট। তবে বোন সহেলি মুখোপাধ্যায়ের বন্ধু হিসেবে অনেক আগে থেকেই দেবলীনাকে চিনতেন বলে জানালেন। ঠাট্টা করে তোলা হয়েছিল ওই ছবি। হঠাৎ করে নস্ট্যালজিয়া তৈরি করবে, তা আগে ভাবেননি তিনি। গতকালই মানালি অনেকদিন পরে ফোন করেছিলেন, আর আজ সোশ্যাল ওয়ালে এল স্মৃতি। গোটা বিষয়টিকে কাকতালীয় বলে ব্যখ্যা দিলেন সম্রাট।

আপাতত ‘গঙ্গারাম’ ধারাবাহিকে তাঁর অভিনয় দেখছেন দর্শক। সম্রাটের কথায়, “অনেকগুলোর কথা চলছে। দেখা যাক। আসলে টেলিভিশনে খুব সাবধানে প্রজেক্ট পছন্দ করতে হয়। কারণ এক, দেড় বছরেরর ইনভলভমেন্ট। ভাল প্রজেক্ট না হলে, পরে আর কাজটা করতে ভাল লাগে না।”

আরও পড়ুন, নীনার ভয়েস রেকর্ডিং ফাঁস! নেপথ্যে কোন সত্যি লুকিয়ে রয়েছে?

Next Article