টেলিভিশনে ফিরছেন সন্দীপ্তা সেন, কোন চরিত্রে জানেন?

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Jul 03, 2021 | 12:16 PM

Sandipta Sen: ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিকে কামব্যাক করছেন সন্দীপ্তা। সারদাদেবীর চরিত্রে অভিনয় করবেন তিনি।

টেলিভিশনে ফিরছেন সন্দীপ্তা সেন, কোন চরিত্রে জানেন?
সন্দীপ্তা সেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

Follow Us

সন্দীপ্তা সেন। টেলিভিশনে অভিনয়ের মাধ্যমেই তাঁর কেরিয়ার শুরু হয়েছিল। মাঝে বিরতি নিয়েছিলেন কিছুদিন। ফের টেলিভিশনেই ফিরছেন বলে খবর। কামব্যাক করছেন ঐতিহাসিক চরিত্রে।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিকে কামব্যাক করছেন সন্দীপ্তা। আগামী ৫ জুলাই থেকে এই ধারাবাহিকের নাম পরিবর্তিত হচ্ছে, ‘করুণাময়ী রানি রাসমণি উত্তর পর্ব’। সেখানেই সারদাদেবীর চরিত্রে অভিনয় করবেন সন্দীপ্তা। লুক সেট হয়ে গেলেও এখনও পর্যন্ত সন্দীপ্তার শুটিং শুরু হয়নি বলেই শোনা যাচ্ছে।

এ প্রসঙ্গে TV9 বাংলার তরফে সন্দীপ্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এ বিষয়ে আমার এখনই কিছু বলা বারণ”। সন্দীপ্তা কেরিয়ার শুরু করেছিলেন পৌরাণিক চরিত্র দিয়ে। মাঝে অন্য স্বাদের চরিত্রে তাঁকে দেখেছেন দর্শক। এ বার ইতিহাস নির্ভর চরিত্রে কাজ করবেন বলে জানা গিয়েছে।

‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিকে রানি মা অর্থাৎ দিতিপ্রিয়া রায়ের জার্নি শেষ হবে আগামিকাল। ৪ জুলাই যে পর্ব সম্প্রচারিত হবে, সেখানে দেখানো হবে রানির প্রয়াণ। চার বছর এই ধারাবাহিকের সঙ্গে জড়িয়ে থাকার পর অবশেষে দিতিপ্রিয়ার যাত্রা শেষ। শেষ রানির গল্প। কিন্তু ধারাবাহিক শেষ হচ্ছে না। বরং সেখানে শ্রীরামকৃষ্ণদেব, সারদাদেবীর গল্প নিয়েই চিত্রনাট্য লেখা হবে।

রামকৃষ্ণের চরিত্রে সৌরভ সাহা অভিনয় করছেন। চিত্রনাট্য অনুযায়ী রামকৃষ্ণের বিবাহ দেখানো হয়ে গিয়েছে। ফলে ছোট সারদাকে দেখেছেন দর্শক। এ বার সন্দীপ্তাকে দেখা যাবে পূর্ণ বয়স্ক সারদামণি হিসেবে। নিঃসন্দেহে এতদিন পরে সন্দীপ্তার কামব্যাক ঘিরে অপেক্ষায় দর্শক। লকডাউনে কয়েকটি ওয়েবের কাজ করেছেন অভিনেত্রী। তবে ফের টেলিভিশনের চেনা রুটিনে নাকি ফিরতে চলেছেন তিনি।

আরও পড়ুন, স্বামীর শেষকৃত্য পালনে সমালোচিত মন্দিরা পাশে পেলেন সোনাকে

Next Article