স্বামীর শেষকৃত্য পালনে সমালোচিত মন্দিরা পাশে পেলেন সোনাকে

Mandira Bedi: সোনা এ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করার পর কিছু সংখ্যক দর্শক তাঁকে সমর্থন করেন। এই পরিস্থিতিতে মন্দিরার সমালোচনা করা যে ঠিক নয়, তা একবাক্যে মেনে নেন অনেকেই।

স্বামীর শেষকৃত্য পালনে সমালোচিত মন্দিরা পাশে পেলেন সোনাকে
সোনা মহাপাত্র (বাঁদিকে), রাজের শেষকৃত্যে মন্দিরা (ডানদিকে)।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 03, 2021 | 11:48 AM

বলিউড পরিচালক তথা প্রযোজক রাজ কুশল প্রয়াত হয়েছেন গত বুধবার। হার্ট অ্যাটাকে মাত্র ৪৯ বছর বয়সে প্রয়াত হন রাজ। যিনি ব্যক্তিগত সম্পর্কে ছিলেন সঞ্চালক তথা অভিনেত্রী মন্দিরা বেদীর স্বামী। রাজের শেষকৃত্য একা হাতে সামলেছেন মন্দিরা। সোশ্যাল মিডিয়ায় মন্দিরার ভেঙে পড়া চেহারা, রাজকে বহন করা, শ্মশানে শেষকৃত্যে অংশগ্রহণের ছবি কার্যত ভাইরাল হয়েছে। ঘটনার তিন দিন পরেও এই কাজের জন্য সমালোচিত হচ্ছেন মন্দিরা। তাঁকে রীতিমতো ট্রোল করা হচ্ছে। ট্রোলিংয়ের ঘটনায় প্রকাশ্যে মন্দিরাকে সমর্থন জানালেন গায়িকা সোনা মহাপাত্র।

মন্দিরা যে কাজ করেছেন, তা প্রচলিত ধারণার বাইরে। সাধারণত সমাজে এই কাজ পুরুষদেরই করতে দেখা যায়। সে কারণেই কি সমালোচিত মন্দিরা? পাশাপাশি তাঁর পোশাক বিধি নিয়েও সমালোচনা করছেন এক অংশের দর্শক।

মন্দিরাকে যে সমালোচিত হতে হচ্ছে, তাতে একটুও অবাক হননি সোনা। বরং তিনি টুইট করেন, ‘কিছু মানুষ এখনও মন্দিরার পোশাক অথবা রাজ কুশলের দেহ শেষকৃত্যে বহন করে নিয়ে যাওয়ার ঘটনা নিয়ে মতামত দিয়ে চলেছেন। এতে আমি অবাক হইনি। বিশ্বে অন্য সব কিছুর থেকে মূর্খের সংখ্যা অনেক বেশি।’

সোনা এ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করার পর কিছু সংখ্যক দর্শক তাঁকে সমর্থন করেন। এই পরিস্থিতিতে মন্দিরার সমালোচনা করা যে ঠিক নয়, তা একবাক্যে মেনে নেন অনেকেই। যদিও গোটা বিষয় নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি তিনি। রাজের আচমকা প্রয়াণ তাঁকে স্তব্ধ করে দিয়েছে। দুই সন্তান বীর এবং তারাকে সামলাতেই এখন ব্যস্ত মন্দিরা। তাঁকে ঘিরে রেখেছেন ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়রা। আপাতত সন্তানদের আগলে রাখা তাঁর প্রায়োরিটি। ফলে সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে কী আলোচনা হচ্ছে, তা নিয়ে বিন্দুমাত্র তিনি ভাবিত নন বলেই জানিয়েছেন ঘনিষ্ঠরা।

আরও পড়ুন, ‘ডান্স দিওয়ানে ৩’তে কী কী চমক থাকছে, শেয়ার করলেন মাধুরী