‘ডান্স দিওয়ানে ৩’তে কী কী চমক থাকছে, শেয়ার করলেন মাধুরী
Madhuri Dixit: নাচের মাধ্যমে নিজেকে ফিট রাখেন মাধুরী। তা ছাড়াও তাঁর বয়স ধরে রাখার রহস্য কী?
মঞ্চে মাধুরী দীক্ষিত মানেই দর্শক অন্য কিছু পাওয়ার আশা করেন। আর তাঁর সঙ্গে যদি জ্যাকি শ্রফ বা সুনীল শেট্টির মতো অভিনেতারা থাকেন, তাহলে তো আরও জমাটি পারফরম্যান্স হয়। ঠিক তেমন উপবার নিয়ে আসতে চলেছেন মাধুরী। সৌজন্যে জনপ্রিয় রিয়ালিটি শো ‘ডান্স দিওয়ানে ৩’। তারই এক ঝলক সোশ্যাল ওয়ালে শেয়ার করেছেন নায়িকা।
এই মুহূর্তে এই রিয়ালিটি শোয়ে বিচারকের দায়িত্ব সামলাচ্ছেন মাধুরী। জ্যাকি এবং সুনীল তাঁর শোয়ে অতিথি বিচারক হিসেবে উপস্থিত থাকবেন এই সপ্তাহের এপিসোডে। একই সঙ্গে পারফর্মও করবেন দুই অভিনেতা। আর মাধুরীর পারফরম্যান্স তো থাকছেই। কী কী এই সপ্তাহের চমক, তা এক ঝলকে দর্শকের সঙ্গে শেয়ার করেছেন মাধুরী।
View this post on Instagram
নাচের মাধ্যমে নিজেকে ফিট রাখেন মাধুরী। তা ছাড়াও তাঁর বয়স ধরে রাখার রহস্য কী? স্বাস্থ্যকর লাইফস্টাইল মেনটেন করার জন্য মাধুরীর পছন্দ রকমারি ফল। মরসুমি যা যা ফল পাওয়া যায়, প্রায় সবই থাকে তাঁর খাদ্যতালিকায়। আর পছন্দ সালাড। বিভিন্ন রকমের সালাড তিনি পছন্দ করেন। ডিনারে থাকে যে কোনও হালকা স্যুপ। যাবতীয় ভারী খাবার সূর্য অস্ত যাওয়ার আগে খেয়ে নেওয়ার পক্ষপাতী তিনি। মাঝে মধ্যে ক্রেভিং হলে মিষ্টি, আইসক্রিম, চকোলেট খেয়ে নেন। তবে প্রতিদিনের ডায়েটে চিনি বাদ দিয়ে চলেন মাধুরী।
আরও পড়ুন, পরিবারে নতুন সদস্যকে স্বাগত জানালেন রূপালি গঙ্গোপাধ্যায়!