সারদাদেবীর গল্প শুনে বড় হয়েছি, ১০০ শতাংশ দিয়ে অভিনয় করব: সন্দীপ্তা সেন

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Jul 28, 2021 | 6:42 AM

Sandipta Sen: টেলিভিশন দিয়েই অভিনয়ের কেরিয়ার শুরু করেছিলেন সন্দীপ্তা। বহুদিন পর চেনা মাঠে ব্যাট করছেন।

সারদাদেবীর গল্প শুনে বড় হয়েছি, ১০০ শতাংশ দিয়ে অভিনয় করব: সন্দীপ্তা সেন
সারদামণির লুকে সন্দীপ্তা সেন।

Follow Us

‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিকে কামব্যাক করেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। গত ৫ জুলাই থেকে এই ধারাবাহিকের নাম পরিবর্তিত হচ্ছে, ‘করুণাময়ী রানি রাসমণি উত্তর পর্ব’। সেখানেই সারদাদেবীর চরিত্রে অভিনয় করছেন সন্দীপ্তা। নিঃসন্দেহে তাঁর কাছে নতুন চ্যালেঞ্জ। অভিনেত্রী নিজে কী মনে করছেন?

এ প্রসঙ্গে সন্দীপ্তা বলেন, “সারদাদেবী বাঙালির অত্যন্ত কাছের একটা চরিত্র। ৭০ শতাংশ বাঙালির বাড়িতে সারদা মায়ের ছবি তো আছেই। আমিও ছোট থেকে সারদা দেবী, রামকৃষ্ণর অনেক গল্প শুনে বড় হয়েছি। আর রানি রাসমণি এত ভাল একটা ধারাবাহিক, সেখানে সারদা দেবীর চরিত্র করতে পেরে সত্যিই আমি খুশি। আমি ১০০ শতাংশ দিয়ে কাজটা করার চেষ্টা করব। বাকিটা আপনাদের উপর।”

‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিকে রানি মা অর্থাৎ দিতিপ্রিয়া রায়ের জার্নি শেষ। গত ৪ জুলাই যে পর্ব সম্প্রচারিত হয়েছে, সেখানে দেখানো হয়েছে রানির প্রয়াণ। চার বছর এই ধারাবাহিকের সঙ্গে জড়িয়ে থাকার পর অবশেষে দিতিপ্রিয়ার যাত্রা শেষ। শেষ রানির গল্প। কিন্তু ধারাবাহিক শেষ হয়নি। বরং সেখানে শ্রীরামকৃষ্ণদেব, সারদাদেবীর গল্প নিয়েই চিত্রনাট্য লেখা চলছে। রামকৃষ্ণের চরিত্রে সৌরভ সাহা অভিনয় করছেন। চিত্রনাট্য অনুযায়ী রামকৃষ্ণের বিবাহ দেখানো হয়ে গিয়েছিল। ফলে ছোট সারদাকে দেখেছেন দর্শক। এ বার সন্দীপ্তাকে দেখছেন পূর্ণ বয়স্ক সারদামণি হিসেবে।

সন্দীপ্তার কথায়, “এতদিন রানি রাসমণির সেটটা যখন দেখতাম, ভাবতাম সেটটা বড় ভাল। মায়ের মূর্তি, মন থেকে ভক্তি আসত। এখন যখন সেই সেটে এসে অভিনয় করছি, সৌরভ রামকৃষ্ণ, ভীষণ ভাল অভিনয় করে ও। সব মিলিয়ে ভীষণ ভাল লাগছে। গোটা টিম এতদিন রিসার্চ করে কাজটা করেছে, করছেও। তাই এখান এসে কাজ করতে পেরে ভীষণ এক্সাইটেড।”

টেলিভিশন দিয়েই অভিনয়ের কেরিয়ার শুরু করেছিলেন সন্দীপ্তা। বহুদিন পর চেনা মাঠে ব্যাট করছেন। এর মধ্যে ওয়েব প্ল্যাটফর্মে তাঁর বিভিন্ন কাজ দেখেছেন দর্শক। কিন্তু এই ঐতিহাসিক চরিত্রে সন্দীপ্তা কেমন পারফর্ম করেন, তা বিচারের ভার দর্শকের।

আরও পড়ুন, ফের একসঙ্গে ‘বিচ্ছিন্ন’ দম্পতি আমির-কিরণ, বিচ্ছেদ-পরবর্তী সব ছবিতে যুগলের ‘গিমিকি’ হাসিমুখ

Next Article