Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফের একসঙ্গে ‘বিচ্ছিন্ন’ দম্পতি আমির-কিরণ, বিচ্ছেদ-পরবর্তী সব ছবিতে যুগলের ‘গিমিকি’ হাসিমুখ

Aamir Khan Kiran Rao: আমির বা কিরণ নিজে এই ছবি শেয়ার না করলেও ফ্যান পেজ থেকে সোশ্যাল ওয়ালে ভাইরাল এই ছবি। যেখানে দুজনেরই হাসি মুখ।

ফের একসঙ্গে ‘বিচ্ছিন্ন’ দম্পতি আমির-কিরণ, বিচ্ছেদ-পরবর্তী সব ছবিতে যুগলের ‘গিমিকি’ হাসিমুখ
আমির-কিরণের সেই ছবি। ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 27, 2021 | 8:51 PM

বিবাহবিচ্ছেদ হয়তো নেহাতই কাগুজে সিদ্ধান্ত। ব্যক্তি জীবনে কোনও প্রভাব ফেলেনি। আমির খান এবং কিরণ রাওকে দেখে তেমনটাই মনে করছেন সোশ্যাল অডিয়েন্সের বড় অংশ। বিবাহবিচ্ছেদের ঘোষণার পরও কার্গিলে তাঁরা ছবির শুটিংয়ে ব্যস্ত। একের পর এক ছবি প্রকাশ্যে এসেছে। দাম্পত্য সম্পর্ক না থাকার পরও তাঁদের এই স্বাভাবিক যাপন অনেকেরই মনে হয়েছে সেলেব সুলভ চমক।

সদ্য আমিরকিরণের আরও একটি ছবি প্রকাশ্যে এসেছে। একদল লোকের সঙ্গে বসে রয়েছেন তাঁরা। কেউ বলছেন, তাঁরা প্রোডাকশন টিম। কেউ বা বলছেন, কার্গিল প্রেস ক্লাবের সদস্যের সঙ্গে ছবি তুলেছেন। কাদের সঙ্গে ছবি তুলেছেন, তা সঠিক জানা যায়নি। আমির বা কিরণ নিজে এই ছবি শেয়ার না করলেও ফ্যান পেজ থেকে সোশ্যাল ওয়ালে ভাইরাল এই ছবি। যেখানে দুজনেরই হাসি মুখ। দাম্পত্য কলহের বিন্দুমাত্র চিহ্ন কোথাও নেই। মনে যাই থাকুক, মুখে তা প্রকাশ করেননি তাঁরা।

‘লাল সিং চাড্ডা’য় আমির খানের সঙ্গে অভিনয় করেছেন করিনা কাপুর খান, মোনা সিং, নাগা চৈতন্যের মতো শিল্পীরা। হলিউডি ছবি ‘ফরেস্ট গাম্প’-এর এই হিন্দি রিমেক তৈরির জন্য বহুদিন ধরেই পরিশ্রম করছেন আমির। তাঁর এই জার্নিতে সঙ্গী কিরণও।

‘ফরেস্ট গাম্প’ থেকে অনুপ্রাণিত ছবি ‘লাল সিং চাড্ডা’র মুক্তি পাওয়ার কথা ছিল গত বছর ডিসেম্বরে। কিন্তু মুক্তি তো দূর, বিভিন্ন বাধা পড়ার কারণে ছবির শুটও এখনও শেষ হয়নি। ২০২১-এ সব কিছু স্বাভাবিক হওয়ার পর বাকি থাকা কাজ শেষ করছেন আমির এবং গোটা টিম। তার মধ্যেই ব্যক্তি জীবনে বড় সিদ্ধান্ত আমিরকে শিরোনামে নিয়ে এসেছে।

আমির-কিরণের দাম্পত্য বিচ্ছেদের সিদ্ধান্ত তো একদিনে নেওয়া নয়। গত বছর ডিসেম্বরেও একসঙ্গে বিবাহবার্ষিকী পালন করেছিলেন তাঁরা। কেক কাটা, সেলিব্রেশনের সে সব ছবি সোশ্যাল ওয়ালে শেয়ার করেছিলেন। তার পরের কয়েক মাসে কী এমন হল? এতদিন সুখী দাম্পত্যের ছবি প্রকাশ করার পর হঠাৎই বিচ্ছেদের সিদ্ধান্ত এবং কোপেরেন্টিংয়ের বিবৃতিতে প্রশ্ন উঠছে, এ নেহাতই সেলিব্রিটিদের চিরাচরিত গিমিক ব্যতীত কিছু নয়। সম্পর্ক ছেদ হয়ে যাওয়ার অনেক পরেও এই ধরনের ঘটনা সেলিব্রিটিহুড বজায় রাখার কৌশল মাত্র।

আরও পড়ুন, ‘পদক জিতলে তখন ভারতীয়, না হলে আমরা চিঙ্কি, চাইনিজ, করোনা’, বিস্ফোরক অঙ্কিতা