Sandy-Sritama: স্যান্ডির সঙ্গে তুমুল ঝগড়ার কারণ কী? মুখ খুললেন শ্রীতমা নিজেই
Sandy-Sritama: চলছে বসন্ত বিলাস মেসবাড়ির শুটিং। আর শুটিং চলাকালীনই শ্রীতমার সঙ্গে কথাকাটাকাটিতে জড়ান স্যান্ডি। ঠিক কী ঘটেছিল?
১০ দিন হল সেটে পা রেখেছেন তিনি। আর এর মধ্যেই গন্ডগোল। কথা হচ্ছে স্যান্ডি সাহার। স্যান্ডির জনপ্রিয়তা নিয়ে কথা না বলাই ভাল। ইউটিউব, ফেসবুকের গন্ডি পেরিয়ে তিনি এখন ছোটপর্দায়। আর কয়েকদিন শুটিং করতে না করতেই বাঁধিয়ে বসলেন বেজায় গন্ডগোল। সহ অভিনেত্রী,শ্রীতমা ভট্টাচার্য, তাঁর সঙ্গেই জড়িয়ে পড়লেন বচসায়।
চলছে বসন্ত বিলাস মেসবাড়ির শুটিং। আর শুটিং চলাকালীনই শ্রীতমার সঙ্গে কথাকাটাকাটিতে জড়ান স্যান্ডি। ঠিক কী ঘটেছিল? সূত্রের খবর ফ্লোরে ঢুকতে দেরি করেছিলেন স্যান্ডি। শ্রীতমা আগেই পৌঁছে গিয়েছিলেন। মেক আপ রুমে কিছু হয়নি। ফ্লোরে স্যান্ডির দেরি করে আসা নিয়ে শ্রীতমা প্রশ্ন করলে, স্যান্ডি রসিকতা করেন। আর তাতেই বেজায় চটে যান শ্রীতমা। কিছুক্ষণ শুটিং বন্ধও থাকে। পরে অবশ্য প্রোডাকশনের হস্তক্ষেপে শুরু হয় শুটিং।
টিভি নাইন বাংলার পক্ষ থেকে এই বিষয়ে শ্রীতমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন ,”পুরোটাই বাড়িয়ে বলা হচ্ছে , তেমন কোনও ব্যাপার নয়। এই বিষয়ে এর থেকে বেশি তিনি আর কিছু বলতে চান না।” তবে এমনিতে শ্রীতমার সঙ্গে স্য়ান্ডি সম্পর্ক বেশ ভাল। একসঙ্গে রিল তৈরি করতেও দেখা যায় তাঁদের। যদিও এই বিষয়ে স্যান্ডির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা, স্যান্ডির তরফ থেকে কোনও উত্তর মেলেনি।
এই ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম বিপস। ধারাবাহিকের খলনায়িকাই বিপসকে নিয়ে এসেছে মেসবাড়িতে। কেন এনেছে? নায়ক-নায়িকার মধ্যে ফাটল ধরানর জন্য। বিপসরূপী স্যান্ডি কটকটে গোলাপি মসলিন শার্ট পরে, গলায় সাদা ফেদার মাফলার পরে প্রবেশ করেন। হিরোকে নিজের করে নেওয়াই তার উদ্দেশ্য। সেই জন্যই মজা করে স্যান্ডি ক্যাপশনে লিখেছেন তিনি ‘ছেলেধরা’ হতে চলে এসেছেন বাংলা সিরিয়ালে।
চিরকালই স্পষ্টবক্তা স্যান্ডি। নিজের বক্তব্য স্পষ্টভাবেই প্রকাশ করেন। তিনি অভিনয় করতেও আগ্রহী। ট্রেন্ডের সঙ্গে থাকেন। কিছু সাম্প্রতিক ঘটনাই সেই প্রমাণ। বাদামকাকু বিখ্যাত হওয়ার সময় শুরুর দিকে তিনি চলে গিয়েছিলেন ‘কাঁচা বাদাম’ গানের গায়ক ভুবন বাদ্যকারের কাছে। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র ঢেউ যখন সর্বত্র, স্যান্ডিও ‘গাঙ্গুবাই’ সেজেছিলেন।
এই মুহূর্তে স্যান্ডিকে যেমন নতুন ভাবে দেখছে দর্শকরা অন্যদিকে শ্রীতমাও শুরু করেছেন রাঁধুনির সঞ্চালনা। এছাড়া নতুন ধারাবাহিক ‘লালকুঠি’ তেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। সঙ্গে রয়েছে কামারহাটির মানুষদের ভাল রাখার দায়িত্ব।