Sauraseni Mitra: মিষ্টি হেসে সৌরভ-দর্শনার বিয়েতে যে প্রশ্ন এড়িয়ে গেলেন সৌরসেনী…
Tollywood Inside: এই মুহূর্তে টলিউড থেকে বলিউডে নিজের কাজ নিয়ে ডুবে আছেন সৌরসেনী। সম্প্রতি তাঁর হিন্দি ওটিটি 'তাজ' আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। মেহেরুন্নেসা চরিত্রটি সর্বভারতীয় স্তরে সৌরসেনীকে আলাদা পরিচিতি দিয়েছে। ইতিমধ্যেই তিনি আরও একটি হিন্দি ছবির কাজ শেষ করে ফেলেছেন।
বিয়েবাড়ির মরসুমে শুধুই কি আর নতুন বর-কনে নজর কাড়ে? তার সঙ্গে অনেক নতুন গল্পই চোখে পড়ে। আর সেই বিয়ে যদি হয় তারকাদের বিয়ে, তাহলে তো কথাই নেই। সম্প্রতি (১৫ ডিসেম্বর) সৌরভ দাস-দর্শনা বণিকের বিয়েতে ছিল টলি-তারকাদের ভিড়। তবে এরই মাঝে নজর কেড়ে নিয়েছেন দুধ-সাদা ঢাকাই জামদানিতে অভিনেত্রী সৌরসেনী মৈত্র। বন্ধুর বিয়েতে দারুণ খুশি অভিনেত্রী। জাতীয় স্তরে নতুন কাজ কী আসছে? জিজ্ঞেস করতেই মিষ্টি হেসে বললেন, “কাজ অনেক আসছে, তবে বলার মত সময় এখনও আসেনি।” ‘তাজ’-এর পরের পর্ব কবে আসছে? তা নিয়ে অবশ্য কিছুই বলতে চাইলেন না।
বিয়ে বাড়ির হাজরো তারকার ভিড়ে সৌরসেনীর কাছাকাছিই দেখা মিলল ব্যবসায়ী নিখিল জৈনের। টলিপাড়ায় গুঞ্জন এরা দু’জনেই সম্পর্কে রয়েছেন। তবে সৌরসেনী বিভিন্ন সংবাদমাধ্যমকে আপাতত যা জানিয়েছেন, তা হল: নিখিল ও তিনি খুব ভাল বন্ধু। তবে গুঞ্জন সত্যি কিঅঁআ তাতো ভবিষ্যত বলবে। প্রসঙ্গত নুসরত জাহানের ‘প্রাক্তন’ স্বামী নিখিল জৈনের সঙ্গে সৌরসানীর ‘নৈকট্য’-এর খবর ইন্ডাস্ট্রিতে ঘুরপাক খাচ্ছে বেশ কিছুদিন ধরেই। নিখিলের সংস্থার ‘মুখ’ও হয়ে উঠেছেন সৌরসেনী। এই ঘটনাকে কেন্দ্র করে গুঞ্জন আরও গভীর হয়েছে সৌরসেনী-নিখিলের সম্পর্কের।
তবে এই মুহূর্তে টলিউড থেকে বলিউডে নিজের কাজ নিয়ে ডুবে আছেন সৌরসেনী। সম্প্রতি তাঁর হিন্দি ওটিটি ‘তাজ’ আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। মেহেরুন্নেসা চরিত্রটি সর্বভারতীয় স্তরে সৌরসেনীকে আলাদা পরিচিতি দিয়েছে। ইতিমধ্যেই তিনি আরও একটি হিন্দি ছবির কাজ শেষ করে ফেলেছেন। পরিচালক ভিক্টর মুখোপাধ্যায়ের ‘সুইট ড্রিম’। খুব শীঘ্রই এই ছবি রিলিজ় হবে বলে খবর। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে মিথিলা পালের, মিয়াং চ্যাং, অমিল পরাশর-সহ অন্যদের।
বাংলায় পরিচালক রাজর্ষি দের ‘সাদা রঙের পৃথিবী’তে অভিনয় করেছেন সৌরসেনী। হিন্দি-বাংলা মিলিয়ে সৌরসেনীর কাজ দর্শকদের মন ছুঁয়েছে। একদিকে যেমন মেহেরুন্নেসার মতো ঐতিহাসিক চরিত্রে অভিনয় করছেন, তেমনই আবার ‘সাবাস ফেলুদা’ সিরিজ়ে নেপালি পুলিশের চরিত্রে দারুণ স্মার্ট অভিনয় করে মুগ্ধ করেছেন অডিয়েন্সকে। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, এসকে মুভিজ়-এর সঙ্গেও কাজ শেষ হয়েছে সৌরসেনীর। আর সকলেই অপেক্ষা করে রয়েছে মেহেরুন্নেসা থেকে নির্মাণ রুপে অভিনেত্রীকে ওটিটিতে দেখার জন্য। যদিও সৌরসেনী এই বিষয়টা মিষ্টি হাসি দিয়ে সরিয়ে রাখলেও বলিউডের খবর ‘তাজ’ সিরিজের শুটিং শুরু হয়েছে। আশা করা যাচ্ছে, আগামী বছরেই ‘তাজ’-এর নতুন গল্পে দেখা যাবে নূরজাহানরুপী সৌরসেনী মৈত্রকে।