Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sayantani Ghosh: স্তনের আকার বড় হওয়ায় জুটেছিল অসম্মান, অতীত নিয়ে বিস্ফোরক সায়ন্তনী

Sayantani Ghosh: কাস্টিং কাউচের প্রস্তাব, শরীর নিয়ে মন্তব্য ... কেরিয়ার ক'বছরে বহু পথ পেরিয়ে এসেছেন তিনি। অতীত নিয়ে বিস্ফোরক অভিনেত্রী।

Sayantani Ghosh: স্তনের আকার বড় হওয়ায় জুটেছিল অসম্মান, অতীত নিয়ে বিস্ফোরক সায়ন্তনী
অতীত নিয়ে বিস্ফোরক সায়ন্তনী
Follow Us:
| Edited By: | Updated on: Mar 15, 2022 | 5:44 PM

বডি শেমিং থেকে রেহাই পাননি মুম্বইয়ের বাঙালি অভিনেত্রী সায়ন্তনী ঘোষ। স্তনের আকৃতির নিরিখে তাঁর যৌন জীবন নিয়ে করা হয়েছিল মন্তব্য। এ ছাড়াও কাস্টিং কাউচের প্রস্তাব, শরীর নিয়ে মন্তব্য … কেরিয়ার ক’বছরে বহু পথ পেরিয়ে এসেছেন তিনি। অতীত নিয়ে বিস্ফোরক অভিনেত্রী। উঠে এল নানা অজানা কথা।

তিনি জানান শুধু পুরুষ নয় মহিলাদের কাছ থেকে স্তনের আকার নিয়ে তাঁকে শুনতে হয়েছিল নানা কথা। তাঁর কথায়, “এক মহিলা এসে বলে তুমি ফ্ল্যাট চেস্টেড নও, ঠিকই আছে। নিশ্চয়ই অনেক যৌনসঙ্গম করে বেড়াচ্ছ”। সেদিন অবাক হয়েছিলেন সায়ন্তনী। মহিলার যুক্তি ছিল, ঘনঘন সঙ্গমের ফলেই নাকি স্তনের আকারের পরিবর্তন হয়েছে তাঁর। সায়ন্তনী যোগ করেন,” আমি হতবাক হয়ে গিয়েছিলাম। সে সময় আমি ছিলাম ভার্জিন। আমার মনে হয়েছিল এ সব কেন আমাকে বলা হচ্ছে? এভাবেই মনে ক্ষত সৃষ্টি হয়।”

এখানেই শেষ নয়, তিনি আরও জানান এক স্বনামধন্য পরিচালক নাকি একবার সায়ন্তনীর সঙ্গে ‘সময় কাটাতে’ চেয়েছিলেন। হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন অভিনেত্রী। কাজ করতে এসে এ হেন অনভিপ্রেত ঘটনার রোজ সম্মুখীন হওয়ার ফলে তা মানসিক ভাবেও ভেঙে দিয়েছিল তাঁকে। তাঁর কথায়, “মনে প্রশ্ন জাগত আমার মধ্যে কি কোনও ভুল রয়েছে? আমি কি তাঁদের কোনওরকম ইঙ্গিত দিচ্ছি যাতে তাঁদের মনে হচ্ছে আমাকে এ রকম বলা যায়!”

তবে সে সব অতীত। ‘নাগিন’, ‘সঞ্জীবনী’মত ধারাবাহিকে কাজ করেছেন তিনি। তাঁকে শেষ দেখা গিয়েছে সোনি সবের শো ‘তেরা ইয়ার হু মে’তে। গত বছর ডিসেম্বরে দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করেন সায়ন্তনী। স্বামী অনুরাগ তিওয়ারি পেশায় ফিটনেস ইন্ডাস্ট্রির মানুষ। সায়ন্তনীর ফিটনেসের নেপথ্যেও অনুরাগের টিপস রয়েছে। স্বামী-কাজ নিয়ে সায়ন্তনীর এখন ভরপুর গোছানো সংসার।

আরও পড়ুন- শত খ্যাতিতেও ভোলেননি শিকড়, কলেজ বেলার প্রেমিকের গলাতেই মালা দিয়েছিলেন শ্রেয়া