Shefali Jariwala: ‘সবাই বলত আমার দোষ…’, বিচ্ছেদ-দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খু্ললেন ‘কাঁটা লাগা গার্ল’

তাঁর কথায়, "প্রথম বার আমার যখন বিয়ে হয় আমি তখন নেহাতই ছোট। ভালবাসায় বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। মনে হত পৃথিবী যে শেষ হয়ে গিয়েছে। "

Shefali Jariwala: 'সবাই বলত আমার দোষ...', বিচ্ছেদ-দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খু্ললেন 'কাঁটা লাগা গার্ল'
স্বামীর সঙ্গে।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 26, 2021 | 5:03 PM

‘কাঁটা লাগা…হায় লাগা…’

প্রায় ২১ বছর আগে মুক্তিপ্রাপ্ত গানটির কথা মনে আছে? সুপারহিট ওই গানের মুখ ছিল শেফালি জরিওয়ালা। ২০০৪ সালে মিট ব্রো খ্যাত হরমীত সিংকে বিয়ে করেন তিনি। তাঁদের বিচ্ছেদ হয় ২০০৯ সালে। ২০১৪ তে আবারও ভালবাসা খুঁজে পান শেফালি। বিয়ে করেন পরাগ ত্যাগীকে। এ বার বিচ্ছেদ-প্রেম-বিয়ে নিয়েই মুখ খুললেন তিনি।

তাঁর কথায়, “প্রথম বার আমার যখন বিয়ে হয় আমি তখন নেহাতই ছোট। ভালবাসায় বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। মনে হত পৃথিবী যে শেষ হয়ে গিয়েছে। ” যদিও সময়ের সঙ্গে সঙ্গে শোকও ফিকে হয়। তবে দ্বিতীয় বার বিয়ে নিয়ে কটাক্ষ শুনতে হয়েছে অনবরত। এমনকি স্বামীর সঙ্গে ছবি দিলেও তা নিয়ে হতে হয়েছে ট্রোল।

শেফালির প্রশ্ন, “কেন মেয়েদেরই সব সময় এমনটা বলা হয়? একজন পুরুষ দশ বার বিয়ে করতে পারে অথচ একজন নারী পারে না?” তিনি যোগ করেন, “সবাই আমাকে বলত এই মেয়েটাই নিশ্চয়ই কিছু ক্রএছে, ও এতো বোল্ড। ও তো কাঁটা লাগা করেছে। ওটা একটা চরিত্র। ব্যক্তি আমি নই।” যদিও সে সব অতীত। ট্রোল-কটাক্ষএক দূরে সরিয়ে যত দিন গিয়েছে ততই দ্বিতীয় স্বামীর সঙ্গে নিবিড় হয়েছে তাঁর বন্ধন। ভালই আছেন তাঁরা।

আরও পড়ুন, জটিল রোগ সারিয়ে ১০ বছর পর সুস্থ মাসাবা, শেয়ার করলেন জার্নি