সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পর কেটে গিয়েছে কয়েকটা দিন। কিন্তু এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি প্রয়াত অভিনেতার বান্ধবী শেহনাজ গিল। তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি। পরিবার আগলে রেখেছেন তাঁকে। কিন্তু এ ভাবে বেশিদিন চলতে থাকলে শেহনাজ নিজে অসুস্থ হয়ে পড়বেন। তাই তাঁকে দ্রুত কাজে ফেরানোর চেষ্টা করছেন তাঁর পরিবার ও বন্ধুরা। শেহনাজ নিজেও এ বার শুটিং ফ্লোরে ফিরতে চাইছেন বলে খবর।
সূত্রের খবর, একটি পাঞ্জাবি ছবির কাজ কিছুটা শেষ করেছিলেন শেহনাজ। সে ছবির বাকি কাজেই ফের শুটিং ফ্লোরে ফিরছেন তিনি। প্রযোজক দিলজিৎ থিন্ড এক সাক্ষাৎকারে বলেন, “আমি ক্রমাগত শেহনাজের টিমের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। ওরা নিয়মিত শেহনাজের খোঁজ দিত। শেহনাজ প্রফেশনাল। আমাদের সঙ্গে ও প্রোমোশনাল গানের শুটিং করতে রাজি হয়েছে। ওর ভিসার বিষয়টা কী হচ্ছে দেখে নিয়ে আমরা ভারতে বা ইংল্যান্ডে শুটিং করব।” শোনা যাচ্ছে আগামী ৭ অক্টোবর থেকে শুটিং শুরু করবেন শেহনাজ।
সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পর থেকে সোশ্যাল মিডিয়ায় আর একটি পোস্টও করেননি শেহনাজ। জনসমক্ষেও দেখা যায়নি তাঁকে। শেষ দেখা গিয়েছিল সিদ্ধার্থের শেষ যাত্রায়। ফ্যাকাশে চোখ, আর জমাট বাঁধা কান্নায় কোনওমতে দাদা শেহবাজের হাত ধরে পৌঁছে গিয়েছিলেন সিদ্ধার্থের নিথর দেহের কাছে।
শেহনাজ গিল কেমন আছেন, তা নিয়ে রটছিল একের পর এক ভুয়ো খবর। সিদ্ধার্থের মৃত্যুর প্রায় দুই সপ্তাহ পার হওয়ার পর শেহনাজের মায়ের সঙ্গে দেখা করলেন সেলেব কাপল রুবিনা দিলায়েক ও শেহনাজ গিল। কেমন আছেন শেহনাজ? তা প্রকাশ্যে জানান অভিনব।
সিদ্ধার্থের শেষকৃত্যে সঙ্গী হয়েছিলেন শেহনাজ। গাড়ি থেকে নামতেই পাপারাৎজি ঘিরে ধরেছিল তাঁকে। দাদা শাহবাজের উপস্থিতিতে ক্রমে ভিড় ঢেলে এগিয়ে গিয়েছিলেন তিনি। শ্মশানে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন শেহনাজ। পরেছিলেন সাদা-মাটা চুড়িদার। ক্লান্তি-কষ্টে মাথা এলিয়ে দিয়েছিলেন গাড়ির সিটে। সব সময় হাসিখুশি মেয়েটির এমন অবস্থা সেই প্রথম দেখেছিলেন নেটিজেন। তিনি যে ভাল নেই সে কথা জানিয়েছিল তাঁর পরিবারও।
বিগবস ১৩তে বিজয়ী হয়েছিলেন সিদ্ধার্থ। ওই শো’য়ে সিদ্ধার্থ ও শেহনাজের গিলের কেমিস্ট্রি ভালবেসেছিল দর্শক। যদিও তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে এ কথা স্বীকার করেননি তাঁরা। তবুও তাঁদের একসঙ্গে সময় কাটানো, নানা মুহূর্তকে ভালবেসে অনুরাগীরা তাঁদের ভালবেসে নাম দিয়েছিল ‘সিডনাজ’। সিদ্ধার্থের মৃত্যুর পর বেশ কিছু সংবাদমাধ্যমের তরফে জানানো হয়, সিডনাজের নাকি বাগদানও হয়েছিল। এ বছরেরই প্ল্যান ছিল বিয়ের। যদিও তা আর পূর্ণ হল না। শেহনাজ দ্রুত স্বাভাবিক হন, এখন এটাই প্রার্থনা ভক্তদের।
আরও পড়ুন, Payel Dey: মানসিক ভাবে অসুস্থ ‘কুশি’কে চেনাবেন পায়েল…