Shehnaaz Gill: ব্যবহারে আমূল পরিবর্তন! শেহনাজকে দেখে চিন্তায় ভক্তরাও

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Feb 08, 2022 | 10:56 PM

প্রসঙ্গত, সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর প্রায় দেড় মাস পর কাজে ফিরেছিলেন শেহনাজ। কিন্তু পাপারাজ্জির ক্যামেরায় তিনি ধরা দেননি। এমনকি বিগবসের ফিনালেতেও তিনি যখন শুট করেছিলেন পাপারাজ্জি তাঁর নাগাল পায়নি।

Shehnaaz Gill: ব্যবহারে আমূল পরিবর্তন! শেহনাজকে দেখে চিন্তায় ভক্তরাও
বদলে গিয়েছেন শেহনাজ গিল?

Follow Us

বদলে গিয়েছেন শেহনাজ গিল? চেনা মেজাজে দেখা যাচ্ছে না কিছুতেই। সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর প্রায় পাঁচ মাস পরেও কোথাও গিয়ে যেন ছন্দপতন। সেই হাসিখুশি মেয়েটি গায়েব। পরিবর্তে এই শেহনাজ অনেক বেশি ‘কঠিন’। ঠোঁটের কোনের হালকা হাসি নেহাতই সৌজন্যতার খাতিরে। আর তা নিয়েই চিন্তায় তাঁরই অনুরাগীরা।

সিদ্ধার্থের মৃত্যুর পর প্রথম বার পাপারাজ্জির ক্যামেরায় নজরবন্দি হয়েছেন শেহনাজ। শিল্পা শেট্টির এক শো’য়ে এসেছিলেন তিনি অতিথি হয়ে। এর আগে পাপারাজ্জিকে দেখেই এক গাল হেসে কথা বলা ছিল তাঁর সিগনেচার স্টাইল। কিন্তু তাঁর সাম্প্রতিক ভিডিয়োতে দেখা গিয়েছে পাপারাজ্জির সামনে পোজ দিলেও মুখে নেই হাসির লেশমাত্র। এমনকি মাত্র কয়েক সেকেন্ড ক্যামেরায় ধরা দিয়েই নিজের ভ্যানিটি ভ্যানের উদ্দেশে রওনা হন তিনি। এর পরেই নেটিজেনদের বক্তব্য, তাঁর মানসিক স্বাস্থ্য ঠিক আছে তো? একজনের মন্তব্য, ‘শেহনাজকে এতটা কঠোর আগে কোনওদিনও যে দেখিনি”।

প্রসঙ্গত, সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর প্রায় দেড় মাস পর কাজে ফিরেছিলেন শেহনাজ। কিন্তু পাপারাজ্জির ক্যামেরায় তিনি ধরা দেননি। এমনকি বিগবসের ফিনালেতেও তিনি যখন শুট করেছিলেন পাপারাজ্জি তাঁর নাগাল পায়নি। এই প্রথম বার পাপারাজ্জির ক্যামেরায় বন্দি হলেন তিনি। কিন্তু সেই চেনা শেহনাজ কোথায়?

বিগবস ১৩তে বিজয়ী হয়েছিলেন সিদ্ধার্থ। ওই শো’য়ে সিদ্ধার্থ ও শেহনাজের গিলের কেমিস্ট্রি ভালবেসেছিল দর্শক। যদিও তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে এ কথা স্বীকার করেননি তাঁরা। তবুও তাঁদের একসঙ্গে সময় কাটানো, নানা মুহূর্তকে ভালবেসে অনুরাগীরা তাঁদের ভালবেসে নাম দিয়েছিল ‘সিডনাজ’। সিদ্ধার্থের মৃত্যুর পর বেশ কিছু সংবাদমাধ্যমের তরফে জানানো হয়, সিডনাজের নাকি বাগদানও হয়েছিল। এ বছরেরই প্ল্যান ছিল বিয়ের। যদিও তা অপূর্ণই থেকে গেল।

Next Article
Shehnaaz-Shilpa: দেখুন কীভাবে শেহনাজ়ের বোরিং দিন ভাল করলেন শিল্পা?