হয়েছে বিচ্ছেদ, ‘পুরনো ভালবাসা’ ফিরে পেতে চেয়ে পোস্ট শ্রীমার

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jun 06, 2021 | 3:15 PM

গত বছর গোটা লকডাউন-প্যান্ডেমিক জুড়েই শ্রীমা ভট্টাচার্য এবং গৌরব রায় চৌধুরীর প্রেমের খবরে উত্তাল ছিল নেটমাধ্যম। কিন্তু সেই প্রেমেও বিচ্ছেদ এসেছে।

হয়েছে বিচ্ছেদ, পুরনো ভালবাসা ফিরে পেতে চেয়ে পোস্ট শ্রীমার
শ্রীমা ভট্টাচার্য। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

Follow Us

 

রবিবারের সকাল থেকেই অভিনেত্রীর পোস্ট নিয়ে নেটপাড়ায় ফিসফাস। শ্রীমা খুঁজছেন এক পুরনো ভালবাসাকে। সঙ্গে চাই সদ্য ফোটা ফুল… কে সেই ভালবাসা? কাকে খুঁজছেন শ্রীমা? মাস কয়েক আগে শেষ হয়ে যাওয়ার প্রেমের খোঁজে অভিনেত্রী? প্রশ্ন উঠছে…

সিরিয়ালের সেটে আলাপ হুয়েছিল দুজনের। সেখান থেকে বন্ধুত্ব প্রেম। গত বছর গোটা লকডাউন-প্যান্ডেমিক জুড়েই শ্রীমা ভট্টাচার্য এবং গৌরব রায় চৌধুরীর প্রেমের খবরে উত্তাল ছিল নেটমাধ্যম। কিন্তু সেই প্রেমেও বিচ্ছেদ এসেছে। গত অক্টোবর থেকে আর একসঙ্গে নেই গৌরব-শ্রীমা, খবর তেমনটাই।


খবরে শিলমোহর বসে এ বছর শ্রীমার জন্মদিনে। শ্রীমার জন্মদিনে দেখা যায়নি গৌরবকে। অন্যদিকে সোশ্যাল মিডিয়া থেকে শ্রীমার সঙ্গে গৌরবের ছবি মুছে দেওয়াও জল্পনা বাড়িয়েছিল। গুঞ্জন উঠেছিল, তাঁদের সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে। সূত্র আরও বলছিল সেই তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে গৌরবের জীবনে। জদিও গৌরব বা শ্রীমা কেউই এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কোনওদিন।

আরও পড়ুন- নুসরতের মা হওয়ার খবরের পর নিখিলের নয়া পোস্ট ঘিরে চাঞ্চল্য নেটপাড়ায়

এরই মধ্যে শ্রীমার ওই পোস্ট জল্পনা যেন বাড়িয়ে তুলছে কয়েকগুণ। ফুল আর এক পুরনো ভালবাসার খোঁজে তিনি। কে সেই ভালবাসা? গৌরব? কৌতূহল অনুরাগী মহলে। গৌরবের পোস্টে শ্রীমা না থাকলেও শ্রীমার ইনস্টাগ্রামে স্ক্রোল করলে আজও চোখে পড়ে তাঁদের তিরুমালার সেই পুরনো ছবি…শ্রীমা কিন্তু মোছেননি। তাহলে? …

Next Article