Solanki Roy: ‘না, ফিরছি না’, ভক্তদের নিরাশ করে খারাপ খবর দিলেন শোলাঙ্কি

Bengali Serial: কথা রাখলেন শোলাঙ্কি। বেশিদিন সময় নেননি তিনি। কিছুদিনের মধ্যেই আবারও সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি অভিনয়ে ফেরার। তবে না, এই খবরে খুব একটা আনন্দ পাবে না ভক্তরা।

Solanki Roy: 'না, ফিরছি না', ভক্তদের নিরাশ করে খারাপ খবর দিলেন শোলাঙ্কি
Follow Us:
| Edited By: | Updated on: May 20, 2023 | 1:29 PM

শোলাঙ্কি রায়। একের পর এক ভাল কাজ করেছেন অভিনেত্রী। ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দা, একের পর এক চরিত্রে চমক লাগাচ্ছেন তিনি। শেষ কাজ গাঁটছড়াতে মূল আকর্ষণই ছিল খড়ি। ধারাবাহিক টিআরপির তালিকায় বেশ কিছুটা পিছিয়ে পড়ে। হঠাৎ করেই খবর মিলেছিল, তিনি অভিনয় ছাড়ছেন। অসুস্থতার কারণে সরে যাচ্ছেন তিনি অভিনয় থেকেই। কিছু দিনের মধ্যেই এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন অভিনেত্রী শোলাঙ্কি রায়। জানিয়েছিলেন, শারীরিক অসুস্থতার কারণেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। কিছুদিন একান্তে থাকতে চান, সুস্থ হয়েই ফিরবেন সেটে। তবে খুব বেশি দিন সময় নেননি তিনি।

সম্প্রতি দেখা যায় তাঁকে ভ্রমণে গা ভাসাতেও। তবে কথা রাখলেন শোলাঙ্কি। বেশিদিন সময় নেননি তিনি। কিছুদিনের মধ্যেই আবারও সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি অভিনয়ে ফেরার। তবে না, এই খবরে খুব একটা আনন্দ পাবে না ভক্তরা। কারণ অভিনেত্রী ছোট পর্দায় ফিরছেন না। বরং তিনি ফিরছেন ওটিটি-তে। টিভি ৯ বাংলা অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করলে, তিনি বলেন, ‘হম, কাজে ফিরছি, তবে টিভির পর্দায় নয়। এখনও কিছু ফাইলান হয়নি। ওটিটি দিয়েই ফিরব। টিভিতে এখনই নয়। কিছুদিন এখন ওটিটি-সিনেমাই করব। কথা বলা শুরু হয়েছে। আশাকরি শীঘ্রই কিছু জানাতে পারব।’

অনেকেই হয়তো অনুমান করেছিলেন গাঁটছড়াতে ফিরতে পারেন শোলাঙ্কি, অনেকেই ভেবেছিলেন তিনি নতুন ধারাবাহিকে ফিরবেন, কিন্তু কোনও জল্পনাই সত্যি নয়, তা স্পষ্ট জানিয়ে দিলেন শোলাঙ্কি। ধারাবাহিক নিয়ে প্রশ্ন করতেই তিনি জানিয়ে দিলেন, না এখনই ফিরছি না ধারাবাহিকে। ফলে বোঝাই যায়, শোলাঙ্কির এই সিদ্ধান্তে ড্রইং রুমে শোকের ছায়া। নিত্য যাঁদের খড়িকে দেখা অভ্যাসে পরিণত হয়েছিল, তাঁদের অপেক্ষার অবসান। শোলাঙ্কিকে এখনই ফিরে পাওয়া যাচ্ছে না ধারাবাহিকে, তা স্পষ্ট।