Tolly Inside: ১৫ ডিসেম্বর বিয়ে করছেন সৌরভ দাস, পাত্রী টলিউডের সুন্দরী নায়িকা
Tolly Inside: যদিদং হৃদয়ং তব.... এই মন্ত্র এখন টলিপাড়ায় রাজত্ব করছে বলা যায়, একের পর এক তারকার বিয়ের লাইন পড়ে গেছে। টলিপাড়ার তারকা থেকে মেকআপ আর্টিস্ট ডিজাইনারদের দম ফেলার সময় নেই। কারন আজ এই তারকার বিয়ে তো কাল ঐ তারকার ছাদনা তলায় বসছেন

যদিদং হৃদয়ং তব…. এই মন্ত্র এখন টলিপাড়ায় রাজত্ব করছে বলা যায়, একের পর এক তারকার বিয়ের লাইন পড়ে গেছে। টলিপাড়ার তারকা থেকে মেকআপ আর্টিস্ট ডিজাইনারদের দম ফেলার সময় নেই। কারন আজ এই তারকার বিয়ে তো কাল ঐ তারকার ছাদনা তলায় বসছেন। সবে মাত্র পরম-পিয়ার বিয়ের খবর শেষ হতেই নতুন খবর হল মন্টু পাইলট থুড়ি সৌরভ দাস ও দর্শনা বণিক সামনের মাসে অর্থাৎ ডিসেম্বর এর পনেরো তারিখে শুভ দৃষ্টির মাধ্যমে নতুন জীবন শুরু করবেন। এমনিতেই দুজনে চরম ব্যস্ত নিজেদের শ্যুটিং নিয়ে , তবে এর মধ্যেই সব প্ল্যানিং প্রায় সারা হয়ে গিয়েছে। প্রসঙ্গত এই দুই যুগের প্রেম বেশকিছুদিন ধরেই দানা বাঁধছিল। তবে সর্ব সমক্ষে সেই ভাবে তাদের ভালোবাসা নিয়ে কোন ভাব প্রকাশ করেননি।তবে টলিপাড়ার বিভিন্ন অনুষ্ঠানে এদের একসঙ্গে দেখা গেছে বহুবার। তবে এবার দর্শনা মেনেই নিলেন আগামী ডিসেম্বর মাসের পনেরো তারিখে সামাজিক বিয়ের অনুষ্ঠান হবে। অভিনেতা সৌরভ দাস ও জানালেন, এখনও দেরি আছে সময় হলেই জানাবেন। এখন তিনি ছবির শ্যুটিং নিয়েই ব্যস্ত।
অভিনেত্রী দর্শনা বণিক ইতিমধ্যেই টলিউড থেকে বলিউড হয়ে দক্ষিণের বেশকিছু ছবি করে ফেলেছেন। সিরিজ থেকে সিনেমা সবেতেই অভিনয় প্রতিভায় সপ্রতিভ।অন্যদিকে সৌরভ দাসকে বলা হয় ওয়েব সিরিজের উজ্জ্বল নক্ষত্র। ইতিমধ্যেই নিজেদের অভিনীত চরিত্রে দর্শকদের ভালোবাসা পেয়েছেন। ঘরে তুলেছেন সেরা অভিনেতার পুরস্কার।
শীতের আমেজে নতুন জীবনের পথ চলা শুরু করতে চলেছেন সৌরভ-দর্শনা। বিয়ের জন্য আগাম শুভেচ্ছা রইল টিভিনাইন এর তরফ থেকে।

