‘প্রতিটি দিন ঈশ্বরের আশীর্বাদ’, সন্তানের ছবি শেয়ার করে লিখলেন শ্রাবন্তী

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Jul 26, 2021 | 8:43 PM

Srabanti Banerjee: সন্তান আগমনের খবর জানানোর সময় শ্রাবন্তী ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছিলেন। তিনি এবং তাঁর স্বামী রঞ্জন মুখোপাধ্যায়ের ঘরে এসেছে নতুন অতিথি।

‘প্রতিটি দিন ঈশ্বরের আশীর্বাদ’, সন্তানের ছবি শেয়ার করে লিখলেন শ্রাবন্তী
শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায়। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

Follow Us

ছোট্ট দুটি। মা আগলে রেখেন হাতে। মা অর্থাৎ অভিনেত্রী শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। সে খবরও সোশ্যাল ওয়ালে শেয়ার করেছিলেন। এ বার ছেলের বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করলেন।

শ্রাবন্তী লিখেছেন, ‘প্রতিটি দিন মনে হয় ঈশ্বরের আশীর্বাদ।’ মা হওয়ার খবর শেয়ার করতে গিয়ে শ্রাবন্তী লিখেছিলেন, রবিঠাকুরের ‘বীরপুরুষ’ কবিতার দুটি লাইন– ‘আমি যেন তোমায় বলছি ডেকে, ‘আমি আছি, ভয় কেন মা করো!’ “আমার ‘বীরপুরুষ’ ০৭/০৭/২০২১ মায়ের কোলে এসে সমানে অভয় দিয়ে চলেছে।”

সন্তান আগমনের খবর জানানোর সময় শ্রাবন্তী ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছিলেন। তিনি এবং তাঁর স্বামী রঞ্জন মুখোপাধ্যায়ের ঘরে এসেছে নতুন অতিথি। যদিও ছেলের কী নাম রাখলেন, তা এখনও প্রকাশ্যে জানাননি অভিনেত্রী।

শ্রাবন্তীকে যাঁরা পেশার খাতিরে চেনেন, অথবা তাঁকে সোশ্যালি ফলো করেন, তাঁরা জানেন তিনি ফিটনেস ফ্রিক। পেশার খাতিরে ফিট থাকা তাঁর কর্তব্য। প্রেগন্যান্সি পিরিয়ডেও শারীরিক ভাবে ফিট থেকেছেন। একই সঙ্গে মনের সুস্থতার দিকেও নজর দিয়েছিলেন অভিনেত্রী। আপাতত ফোকাসে সন্তান এবং পরিবার। এখন তাকে সময় দেওয়াই প্রায়োরিটি শ্রাবন্তীর। সন্তান একটু বড় হলে ফের কাজে ফেরার পরিকল্পনা রয়েছে বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন, রাজ কুন্দ্রা গ্রেফতারির ঘটনায় এ বার শার্লিন চোপড়াকে তলব

Next Article