রাজ কুন্দ্রা গ্রেফতারির ঘটনায় এ বার শার্লিন চোপড়াকে তলব

Sherlyn Chopra on Raj Kundra case: এক সংবাদমাধ্যমে তাঁর পোস্ট করা ভিডিয়ো বার্তা রিটুইট করেন শার্লিন। সেখানে তিনি দাবি করেন, মহারাষ্ট্র পুলিশের সাইবার শাখায় প্রথম রাজের ঘটনায় বয়ান নথিভুক্ত করেন তিনি।

রাজ কুন্দ্রা গ্রেফতারির ঘটনায় এ বার শার্লিন চোপড়াকে তলব
শার্লিন চোপড়া, রাজ কুন্দ্রা।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 26, 2021 | 8:07 PM

রাজ কুন্দ্রা গ্রেফতারির ঘটনায় এ বার তলব করা হল মডেল তথা অভিনেত্রী শার্লিন চোপড়াকে। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার মুম্বই পুলিশের প্রপার্টি শাখায় তলব করা হয়েছে শার্লিনকে। এর আগে এই ঘটনায় নিজের বয়ান নথিভুক্ত করেছেন বলে নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন শার্লিন। এক সংবাদমাধ্যমে তাঁর পোস্ট করা ভিডিয়ো বার্তা রিটুইট করেন শার্লিন। সেখানে তিনি দাবি করেন, মহারাষ্ট্র পুলিশের সাইবার শাখায় প্রথম রাজের ঘটনায় বয়ান নথিভুক্ত করেন তিনি।

শার্লিন বলেন, ‘অনেক সাংবাদিক গত কয়েকদিন ধরে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। আপনাদের বলি, আমিই প্রথম ব্যক্তি যে মহারাষ্ট্র পুলিশের সাইবার শাখায় বয়ান নথিভুক্ত করে। মহারাষ্ট্র পুলিশের সাইবার শাখার তরফে আমাকে তলব করা হলে আমি লুকিয়ে থাকিনি। অথবা শিল্পা শেট্টি আর ওদের সন্তানদের কথা ভেবে খারাপ লাগছে, এমন কোনও মন্তব্য করিনি।’

রাজ কুন্দ্রা গ্রেফতারির ঘটনায় তাঁর স্ত্রী তথা অভিনেত্রী শিল্পা শেট্টিকে ইতিমধ্যেই একবার জিজ্ঞাসাবাদ করেছেন মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার অফিসাররা। শোনা যাচ্ছে, শিল্পাকে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। সূত্রের খবর, রাজের ঘটনায় শিল্পা আদৌ জড়িত কি না, সেই তদন্তের স্বার্থে শিল্পার ফোন ক্লোন করা হতে পারে। গত ২৩ জুলাই রাজ এবং শিল্পার জুহুর বাংলোতে তল্লাশি চালিয়েছে পুলিশ। সে দিনই শিল্পার বয়ানও রেকর্ড করা হয়। প্রায় দু’ঘণ্টার কথোপকথনে শিল্পা নাকি কাঁপছিলেন। দৃশ্যতই ভেঙে পড়েন। এখনও পর্যন্ত রাজের এই ব্যবসায় শিল্পার জড়িত থাকার কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে খবর।

গত শনিবার রাজের ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ’ কোম্পানির একটি গুপ্ত লকারের সন্ধান পেয়েছে পুলিশ। সেখান থেকে ওই ব্যবসা সম্পর্কিত বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। ওই কোম্পানির অন্যতম ডিরেক্টর ছিলেন শিল্পা শেট্টি। রাজের গ্রেফতারির পর ওই কোম্পানির ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিয়েছেন শিল্পা। রাজ কাণ্ডে প্রথম থেকেই উঠে এসেছে মডেল তথা অভিনেত্রী গহেনা বশিষ্টের নাম। তিনি রাজকে এই ব্যবসায় সাহায্য করতেন বলে অভিযোগ। যদিও সংবাদ মাধ্যমে গহেনা বলেন, “যে সব মেয়েরা বলছেন তাঁদের জোর করা হয়েছিল, বিশেষত পুনম পাণ্ডে এবং শার্লিন চোপড়া, তাঁরা মিথ্যে বলছেন। পুনম বহু বছর ধরে নগ্ন ভিডিয়ো শুট করছে। ও আর ওর স্বামী প্রচুর ভিডিয়ো করেছে। ওরা ভয় পেয়ে গিয়ে রাজের নাম করছে।”

গত ১৯ জুলাই শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে পুলিশ। পর্নোগ্রাফি তৈরি করে একটি অ্যাপের সাহায্যে তা প্রকাশ করার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। আগামী ২৭ জুলাই পর্যন্ত পুলিশের হেফাজতেই থাকবেন রাজ। গত শুক্রবার শিল্পাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। ছয় ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ পর্ব। পুলিশ সূত্রে খবর, শিল্পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও টাকা পয়সার লেনদেনের উপর কড়া নজর রাখবে মুম্বই পুলিশ।

আরও পড়ুন, নায়িকাদের বন্ধুত্ব! মিথ ভেঙে দিলেন শ্রুতি এবং তিয়াশা?