নায়িকাদের বন্ধুত্ব! মিথ ভেঙে দিলেন শ্রুতি এবং তিয়াশা?
Shruti Das and Tiyasha Roy: শ্রুতি একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, তিয়াশা এবং তাঁর নাচ। সপ্তাহ শেষে একসঙ্গে তাঁরা যে ভালই এনজয় করেছেন, তা স্পষ্ট।
নায়িকারা নাকি বন্ধু হয় না? শ্রুতি দাস এবং তিয়াশা রায়, বাংলা টেলিভিশনের জনপ্রিয় এই দুই নায়িকার আচরণ দেখলে কিন্তু তা মনে হবে না। এক কথায় প্রচলিত এই ধারণা কিন্তু ভেঙে দিয়েছেন শ্রুতি এবং তিয়াশা। সৌজন্যে শ্রুতির শেয়ার করা একটি ভিডিয়ো।
রবিবার ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট করেন শ্রুতি। ক্যাপশন ছিল ‘সানডে সর্টেড’। প্রেমিক তথা পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার, তিয়াশা রায় এবং আরও এক বন্ধুর সঙ্গে ফ্রেম শেয়ার করেছিলেন। সপ্তাহ শেষে বন্ধুদের সঙ্গে কিছুটা সময় কাটানোর মুহূর্ত উঠে এসেছিল শ্রুতির পোস্টে। সোমবারের পোস্টে রয়েছে আরও চমক।
View this post on Instagram
এ দিন শ্রুতি একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, তিয়াশা এবং তাঁর নাচ। সপ্তাহ শেষে একসঙ্গে তাঁরা যে ভালই এনজয় করেছেন, তা স্পষ্ট। গত তিন বছর ধরে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের প্রাণ ভোমরা তিয়াশা। এটি তাঁর প্রথম ধারাবাহিক। আর সেখানেই এসেছে তুমুল সাফল্য। এতদিন সচেতন ভাবেই ‘কৃষ্ণকলি’র ‘শ্যামা’র লুক মেনটেন করতেন তিনি। এ বার ধীরে ধীরে নিজেকে বদলে ফেলছেন। নিজের মেকওভার করছেন। সোশ্যাল ওয়ালে বিভিন্ন ছবি শেয়ার করে নতুন লুক শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে।
View this post on Instagram
অন্যদিকে আপাতত ‘দেশের মাটি’ ধারাবাহিকে শ্রুতির অভিনয় দেখছেন দর্শক। তবে স্বল্প কেরিয়ারেই তিনি যেন টেলিভিশন ইন্ডাস্ট্রির প্রতিবাদী মুখ হয়ে উঠেছেন। শুধু অভিনয় নয়। ট্রোলিং সামলেও শিরোনামে এসেছেন শ্রুতি। গায়ের রঙের জন্য তাঁকে নেট নাগরিকদের কটাক্ষ শুনতে হয় কেরিয়ারের প্রথম থেকেই। বহু দিন সহ্য করার পর অবশেষে দিন কয়েক আগে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। এই প্রতিবাদে সমাজের বহু বিশিষ্ট মানুষকে পাশে পেয়েছেন।
এ হেন দুই নায়িকার মধ্যে অনস্ক্রিন টিআরপি-র প্রতিযোগিতা যাই থাকুক না কেন, অফস্ক্রিনে তাঁরা বন্ধুই। সেখানে কোনও লড়াই নেই। বরং ভরপুর আড্ডার মেজাজ।
আরও পড়ুন, ছবির শিশুটি এক বিখ্যাত গায়িকা, কে বলুন তো?