‘আদি হওয়ার পর এত খুশি কখনও হইনি’, কেন বললেন সুদীপা?

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Jul 16, 2021 | 7:48 PM

Sudipa Chatterjee: ভারতের বিভিন্ন প্রদেশের গয়না, পোলকি, বেনারসি সিল্ক শাড়ি, বাংলার জামদানি, বাংলার তাঁত, ধুতি পাঞ্জাবি, তসরের মতো অনেক কিছু দিয়ে সুদীপা তাঁর নতুন সম্ভার সাজাবেন।

‘আদি হওয়ার পর এত খুশি কখনও হইনি’, কেন বললেন সুদীপা?
আদিদেব এবং সুদীপা চট্টোপাধ্যায়। ছবি: ফেসবুক থেকে গৃহীত।

Follow Us

‘ব্র্যান্ড সুদীপা চট্টোপাধ্যায়’ আসছে। এই ঘোষণা আগেই সোশ্যাল মিডিয়ায় করেছিলেন সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার বেনারস থেকে ফেসবুক লাইভের মাধ্যমে সেই খবরে আনুষ্ঠানিক শিলমোহর দিয়েছেন। শুক্রবার নিজের ডিজাইনে তৈরি শাড়ি হাতে পেয়ে সেই আনন্দ সোশ্যাল ওয়ালে ভাগ করে নিয়েছেন।

সুদীপা বলেন, “গত দু’বছরে আদি হওয়ার পর এত আনন্দ পাইনি। একেবারে গরম শাড়ি হাতে পেলাম। আমার বাবা একটা বিখ্যাত বিস্কুট কোম্পানিতে কাজ করতেন। ফলে গরম বিস্কুট দেখেছি। কিন্তু পালিশ হয়ে যাওয়ার পর গরম শাড়ি এই প্রথম দেখলাম। সম্ভব হলে পরে আপনাদেরও দেখাব।”

ভারতের বিভিন্ন প্রদেশের গয়না, পোলকি, বেনারসি সিল্ক শাড়ি, বাংলার জামদানি, বাংলার তাঁত, ধুতি পাঞ্জাবি, তসরের মতো অনেক কিছু দিয়ে সুদীপা তাঁর নতুন সম্ভার সাজাবেন। সুদীপার কথায়, “সব কিছু ঠিক থাকলে আগামী অগস্টেই খুলে যাবে ‘ব্র্যান্ড সুদীপা চট্টোপাধ্যায়’ স্টোর। সকলে এসে দেখে কিনতে পারবেন। বেনারসি, টাঙ্গাইল, ঢাকাই শাড়ি দিয়ে আপাতত শুরু করছি। বিভিন্ন প্রদেশের গয়না থাকবে। ভাল ঘি, আচার থাকবে। সবই হ্যান্ডলুম।”

নিজস্ব তাঁতিদের সঙ্গে দেখা করে তাঁদের সুবিধে, অসুবিধে নিয়ে আলোচনা করতে বেনারসে গিয়েছিলেন সুদীপা। তাঁর নতুন উদ্যোগের জন্য সকলের কাছে আশীর্বাদ চেয়েছেন। এ বার ফেরার পালা। এই নতুন উদ্যোগেও ট্রোলিং তাঁর পিছু ছাড়েনি। ঠাণ্ডা মাথায় নিজস্ব ভঙ্গীতে সামলাচ্ছেন সে সব। আপাতত পাখির চোখ নিজস্ব ব্র্যান্ড। আর তা নিয়েই ব্যস্ত তিনি।

আরও পড়ুন, ঊর্মি এবং সাত্যকির বিয়ে আদৌ হবে কি? সোশ্যাল পোস্টে সাসপেন্স

Next Article