‘আদি একদিন লজ্জা পাবে, আমায় অভিশাপ দেবে…’, কেন বললেন সুদীপা?

ফেসবুকে ছেলের একটি ছবি পোস্ট করেছেন তিনি। ছোট্ট আদি পাঞ্জাবি পরেছে। পাঞ্জাবিতে আবার বাহারি রঙের খেলা। সবুজ থেকে লাল, গোলাপি থেকে হলুদ কী নেই সেখানে।

'আদি একদিন লজ্জা পাবে, আমায় অভিশাপ দেবে...', কেন বললেন সুদীপা?
ছেলের সঙ্গে সুদীপা। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 23, 2021 | 12:04 AM

ছেলেকে চোখে হারান তিনি। ছেলেও মা অন্ত প্রাণ। এ হেন ছেলেই নাকি বড় হয়ে একদিন অভিশাপ দেবে মা’কে। কথা হচ্ছে সুদীপা চট্টোপাধ্যায় এবং ছেলে আদিদেবের। কিন্তু কারণ কী? কেনই বা ছোট্ট আদি এমনটা করতে যাবেন? কারণের উত্তর জানিয়েছেন খোদ সুদীপাই।

ফেসবুকে ছেলের একটি ছবি পোস্ট করেছেন তিনি। ছোট্ট আদি পাঞ্জাবি পরেছে। পাঞ্জাবিতে আবার বাহারি রঙের খেলা। সবুজ থেকে লাল, গোলাপি থেকে হলুদ কী নেই সেখানে। আদি জদিও জামা পরে মহাখুশি। সুদীপা নিজেই ছেলের ওই জামার ডিজাইন করেছেন, নাম দিয়েছেন ‘পাগলা ভোলা’ । জামাটি যেন আপন খেয়ালি। হঠাৎ করলে মনে হয় অনেক জামা থেকে ছোট ছোট করে কাটা কাপড় দিয়েই তৈরি করা হয়েছে পোশাকটি। আর ঠিক এই কারণেই সুদীপার ‘ভয়’।

সুদীপা লিখেছেন, “এই পাগলা ভোলা পোশাকটি আমি ডিজাইন করেছি। আমি নিশ্চিত আদি একদিন লজ্জা পাবে এবং পাবলিক ফোরামে এই জামা পরা ছবি দেওয়ার জন্য আমায় অভিশাপ দেবে। কিন্তু কী করব? আমি যে নিজেকে সামলাতে পারলাম না। ” নেটিজেনের একটা বড় অংশ যদিও সুদীপাকে ১০ এ ১০ দিয়েছেন। মায়ের হাতের বানানো পোশাকে আদিকে যে বেশ ভালই দেখাচ্ছে সে কথা স্বীকার করে নিয়েছেন তাঁরা। অভিশাপ? তাঁদের উত্তর, “আদি বড় হয়ে বুঝতে শিখে, খুশিই হবে। হাজার হোক তাতে রয়েছে মায়ের হাতের নরম ছোঁয়া…।”

আরও পড়ুন- প্রযোজক স্বয়ং ঋত্বিক চক্রবর্তী! আসছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রদীপ্ত ভট্টাচার্যর প্রথম ওয়েব সিরিজ ‘বিরহী’