সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। রাজর্ষি দে-র পরিচালনায় ‘মায়া’তে কাজ করছেন তিনি। এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রাফিয়াত রশিদ মিথিলা। তাঁর চরিত্রের নাম মায়া। সুদীপ্তা রয়েছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। তাঁর চরিত্রের নাম মাহি।
এ প্রসঙ্গে TV9 বাংলাকে সুদীপ্তা বললেন, “গত ১২ জুলাই থেকে ছ’দিন শুট করলাম। এই গল্পটাকে কেন্দ্র করে অনেকগুলো মুখ্য চরিত্র আছে। প্রধান চরিত্র দরবার। যেটা কমলেশ্বর মুখোপাধ্যায় করছেন। আমার চরিত্র মাহি বার ডান্সার ছিল। সেখান থেকে ওকে তুলে আনা হয়েছে হিরোইন করা হবে বলে। দরবারের কাছে বিক্রি করে দেওয়া হয়। দরবার মাহিকে বলে আমি তোমাকে হিরোইন তৈরি করব। আমিই ভগবান।”
সুদীপ্তা আরও জানান, এই ছবিতে গৌরব চক্রবর্তীর সঙ্গে বিশেষ কিছু দৃশ্যে অভিনয় করছেন তিনি। মিথিলা, সুদীপ্তা, গৌরব, কমলেশ্বর ছাড়াও সুদীপ্তা চক্রবর্তী, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, রনিতা দাসের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ হবে এই ছবি।
এই মুহূর্তে টেলিভিশনে ‘গ্রামের রানি বীণাপানি’ ধারাবাহিকে অভিনয় করছেন সুদীপ্তা। তাঁর কথায়, “টেলিভিশনের ব্যস্ততা থেকে লড়াই করে ডেট বের করলাম। পুরো গল্পটা জুড়ে চরিত্রটা সুন্দর ভাবে ঘুরছে। ভাল চরিত্রের খিদে থাকে, এটা তেমন একটা চরিত্র। রাজর্ষিদার সঙ্গে এর আগে ‘বীরপুরুষ’ করেছিলাম। যদিও ছবিটা মুক্তি পায়নি। তিন বছর পরে ছবি করলাম। রাজর্ষিদা এমন একজন, যিনি সব সময়ই বলেন তোর সিনেমা করা দরকার। টেলিভিশন করিস না। অবশ্যই সিনেমা কর। ভাল চরিত্রে রাজি না হওয়ার কোনও কারণ ছিল না।”
টেলিভিশনের আপাতত একটাই ধারাবাহিকে অভিনয় করছেন সুদীপ্তা। তিনি জানালেন, একসঙ্গে একটার বেশি ধারাবাহিকে কাজ করার স্ট্রেস নিতে চান না। পাশাপাশি ভাল অফার এলে সিনেমার কাজও করতে চান।
আরও পড়ুন, কঙ্গনা রানাওয়াতের সঙ্গে বুদাপেস্টে শাশ্বতর ডিনার! রহস্যটা কী?