কঙ্গনা রানাওয়াতের সঙ্গে বুদাপেস্টে শাশ্বতর ডিনার! রহস্যটা কী?

Kangana Ranaut: শাশ্বত নিজেই সোশ্যাল মিডিয়ায় সে ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘টিম ‘ধক্কর’। উত্তেজক জার্নির শেষ পর্যায়।’

কঙ্গনা রানাওয়াতের সঙ্গে বুদাপেস্টে শাশ্বতর ডিনার! রহস্যটা কী?
শাশ্বতর শেয়ার করা সেই ছবি। ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 17, 2021 | 8:25 PM

কঙ্গনা রানাওয়াতের সঙ্গে এক টেবিলে বসে খাবার খাচ্ছেন শাশ্বত চট্টোপাধ্যায়। স্থান বুদাপেস্ট। এ ঘটনা যখন ঘটছে, তখন লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় এ বার ‘বব বিশ্বাস’-এর সঙ্গে মোলাকাত হবে ‘কুইন’-এর, সে আন্দাজ পেয়েছেন অনুরাগীরা।

শাশ্বত নিজেই সোশ্যাল মিডিয়ায় সে ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘টিম ‘ধক্কর’। উত্তেজক জার্নির শেষ পর্যায়।’ অর্থাৎ এই মুহূর্তে কঙ্গনার সঙ্গে ‘ধক্কর’-এর শুটিংয়ে বুদাপেস্টে শাশ্বত। সেখানেই শুটিংয়ের ফাঁকে ফ্রেমবন্দি হয়েছে এই মুহূর্ত।

শুধু একসঙ্গে ডিনার নয়, কঙ্গনা, শাশ্বত সহ টিমের অনেকেই একসঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সে তথ্য শেয়ার করেন নায়িকা। লকডাউনের কারণে দীর্ঘদিন স্থগিত থাকার পর ফের শুটিং শুরু হয়েছে। শোনা যাচ্ছে, অর্জুন রামপালও যোগ দেবেন টিমের সঙ্গে।

কখনও অনুরাগ কাশ্যপের সঙ্গে ‘দোবারা’র শুটিং। সেখানে তাপসীর পান্নুর সঙ্গে স্ক্রিন শেয়ার। কখনও বা কঙ্গনার সঙ্গে ‘ধক্কর’-এর শুটিং। একের পর এক বলিউড প্রজেক্টে কাজ করছেন শাশ্বত। পাশাপাশি চলছে বাংলা ইন্ডাস্ট্রির কাজও। শাশ্বতকে এখনও টলিউড এক্সপ্লোর করতে পারেনি বলে মনে করেন দর্শকের বড় অংশ। যদিও শাশ্বত নিজে ক্ষোভ প্রকাশ করেন না। ভাল গল্প, ভাল চিত্রনাট্যের জন্য অপেক্ষা করেন। সুযোগ এলে পারফর্ম করেন। তিনি মনে করেন, এটুকুই তাঁর দায়িত্ব। বাকিটা দর্শকের হাতে।

আরও পড়ুন, রিয়ালিটি শোয়ে প্রতিযোগীদের সব সময় প্রশংসার ফল ভাল হয় না: সোনু নিগম