Sunny Leone Income: উপার্জনের টাকায় কী করতে চলেছেন সানি? প্রকাশ্যে তা জানাতেই খুশির মেজাজে ভক্তরা
Sunny Leone: নিজের বিউটি প্রডাক্ট লঞ্চ করেছিলেন সানি। নিজের এই ব্যবসায় বেশ ভালই রোজগার তাঁর।
সানি লিওন, ভক্তের সংখ্যা তাঁর নেহাতই কম নয়। বর্তমানে একাধিক ছবির সঙ্গে যুক্ত তিনি। বেশ কিছু আইটেম ডান্সেও দেখা যাচ্ছে তাঁকে। পাশাপাশি সঞ্চালনার কাজে তো দীর্ঘ দিন ধরে নিজেকে প্রমাণ করে এসেছেন সানি। ফলে সানির জীবনে এই গ্রাফ এক কথায় অনেকেই বেশ পছন্দ করেন। ধীরে ধীরে যেভাবে তিনি নিজের পসার জমিয়ে নিয়েছেন, তা এক কথায় বলতে গেলে সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নেয়। ভারতের বুকে দাপিয়ে কাজ করা থেকে শুরু করে নিজের ব্যবসা, সবটাই চলছে বেশ রমরমিয়ে। নিজের বিউটি প্রডাক্ট লঞ্চ করেছিলেন সানি। নিজের এই ব্যবসায় বেশ ভালই রোজগার তাঁর। তবে ফেবব্রুয়ারি মাসে যা আয় হবে তার দশ শতাংশ টাকা তিনি স্থির করেছেন ত্রাণ সাহায্য পাঠাবেন তুরস্কতে।
তারিখটা ছিল ৬ ফেব্রুয়ারি। সপ্তাহের শুরুতেই ভোররাতে ভয়াবহ ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠেছিল তুরস্ক (Turkey) ও সিরিয়া (Syria)। ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প এবং তারপরে শতাধিক আফটারশকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দুই দেশ। উদ্ধারকাজ (Rescue Work) চালাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত, আমেরিকা, জার্মানি সহ একাধিক দেশ। বিগত ১২দিন ধরে টানা উদ্ধারকাজ চলছে। চলতি সপ্তাহের শুরুতেই উদ্ধারকারী দলগুলির তরফে জানানো হয়েছিল যে ধ্বংসস্তূপের নীচ থেকে নতুন করে কাউকে জীবিত অবস্থায় উদ্ধার করার আশা করা হচ্ছে না, কারণ এতদিন কারোর পক্ষে বিনা খাবার-জলে বেঁচে থাকা সম্ভব নয়। তবে যত সময় পার হচ্ছে এবং উদ্ধারকাজ চলছে, ততই অবাক হচ্ছেন উদ্ধারকারীরা। কারণ ধ্বংসস্তূপের নীচ থেকে এখনও জীবিত অবস্থাতেই উদ্ধার করা হচ্ছে অনেককে।
গোটা বিশ্ব যখন এই পরিস্থিতিতে এগিয়ে এসেছেন সাহায্য করতে, সেখানে দাঁড়িয়ে বলিউড সেলেবরাও বাদ থাকলেন না। প্রিয়াঙ্কা চোপড়াও এই মর্মে মুখ খুলেছেন অতীতে। এবার সানি লিওনের উদ্যোগে বেজায় খুশি ভক্তরা। তাঁর এই ঘোষণা শোনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে। প্রশংসায় পঞ্চমুখ সেলেবের ভক্তরা।